ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ১১:০৭ এএম
ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের

টেস্ট সিরিজের হোয়াইটওয়াশের বীভৎস ক্ষত নিয়ে রোববার (২২ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৭টায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। 

সাদা পোশাকের বাজে সময় ছাপিয়ে রঙ্গিন পোষাকে নিজের পরিচয় দিবে এমন প্রত্যয় টাইগারদের। তবে ঘুরে দাঁড়াতে হলে বোলারদের দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ওয়ানডে কাপ্তান মাশরাফি বিন মর্তুজা।

সাম্প্রতিক একের পর এক স্বপ্ন বিসর্জনের গল্প রচনা কর চলছে বাংলাদেশ ক্রিকেট দল। দু:স্বপ্নের আফগানিস্তান সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজে ভরা ডুবি। দলীয় পারফরমেন্স নিয়ে চলছে পোস্টমর্টেম। এই যেমন আহত বাঘেদের কাটা গায়ে নুনের ছিটা দিতে ছাড়েননি শয়ন বোর্ড সভাপতিও।

তবে সব কিছু দূরে সরিয়ে আবার স্বরুপে মাঠে ফিরতে সংকল্প বদ্ধ টিম টাইগারস। একমাত্র প্রস্তুতি ম্যাচে তারই আভাস দিয়েছেন। বৃহস্পতিবার প্রস্তুতি ম্যাচে মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে মিলেছে রানে ফেরার আভাস। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২০০ রানেরও নিচে গুটিয়ে যাওয়ার জুজু উপেক্ষা করে স্থানীয় দলের দেয়া ২২৮ রানে লক্ষ্য বাংলাদেশ দল ৩৯ বল হাতে রেখেই টপকে যায়। হারাতে হয় ৬ উইকেট।

অন্যদিকে ওই ম্যাচটিতে খেলেননি মাশরাফি, সাকিব-তামিমদের মতো অপরিহার্য্য ক্রিকেটাররা। গায়নায় প্রথম ওয়ানডের সেরা একাদশে ফিরছেন তারা।

ওয়ানডে সিরিজে পূর্ণশক্তির দলই পাচ্ছে বাংলাদেশ। পেস আক্রমণে মাশরাফির সাথে থাকছেন চোট কাটিয়ে ফেরা কাটার মাস্টার মোস্তাফিজ এবং রুবেল হোসেন। ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে এনামুল হক বিজয় অথবা লিটনকে।

প্রতিপক্ষ শিবিরে যেহেতু একাধিক বাঁহাতি ব্যাটসম্যান রয়েছেন তাই বিশেষজ্ঞ স্পিনার হিসেবে অপুর বদলে সুযোগ পেতে পারে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ।

২০০৭ বিশ্বকাপের পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ওয়ানডে খেলবেন মাশরাফি। প্রায় এক যুগ পর রঙ্গিন পোষাকে খেলতে নামবার আগে বেশ চাপে ম্যাশের দল। গায়নার উইকেট হবে পেস বান্ধব। তাই দায়িত্ব নিতে হবে বোলারদের।

বিপরীতে জয়ের ভারী পাল্লা নিয়েই বাংলাদেশের বিরুদ্ধে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের বিপক্ষে ২৮টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয় মাত্র ৭টি। ১৯ বারই দেখতে হয়েছে হারের মুখ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দুটি ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ১০ ম্যাচের মধ্যে তিনটি জয় সফরকারীদের। হার সাত ম্যাচে।

গোনিউজ২৪/এএস


 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ