ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাঠে ফিরেই চমক ওয়ার্নারের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২২, ২০১৮, ০৯:০৬ এএম
মাঠে ফিরেই চমক ওয়ার্নারের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা জুটেছে ডেভিড ওয়ার্নারের। বল বিকৃতির দায়ে এভাবে এক বছর জীবন থেকে হারিয়ে ফেলার পর আন্তরজাতিক ক্রিকেটে ফেরার খুব কঠিন। নিষেধাজ্ঞা থেকে ফেরার পরই ওয়ানডে বিশ্বকাপ। মাত্রই ক্রিকেটে ফেরা একজনের পক্ষে বিশ্বকাপের দলে জাগা করা কঠিন। তবে ওয়ার্নার হাল ছাড়ছেন না, এখনো স্বপ্ন দেখেন ইংল্যান্ডের বিমানে থাকা ১৫ জনের মাঝে থাকবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া নিষেধাজ্ঞার চতুর্থ মাস চলছে। আন্তর্জাতিক ক্রিকেট কিংবা প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরা সম্ভব না হলেও ধীরে ধীরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন ওয়ার্নার। কিছুদিন আগেই কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন, আর শনিবার (২১ জুলাই) ডারউইনের গ্রেড ক্রিকেটে খেলতে নেমেছিলেন সিটি সাইক্লোনসের হয়ে। 

বেশ কয়েকদিন ক্রিকেট থেকে সরে গেলেও মারকুটে ব্যাটিংয়ে যে একটুও মরচে পরেনি ওয়ার্নারের, সেটাই দেখা গেল। 

ডারউইন স্ট্রাইক লিগে ৩২ বলে ৩৬ রান করে ওয়ার্নার বুঝিয়ে দিলেন যত ঝড়ঝাপ্টাই যাক না কেন, ওয়ার্নার আছেন ওয়ার্নারেই। 

গ্রেড ক্রিকেট খেলেই বিশ্বকাপের প্রস্তুতি খুঁজে নিচ্ছেন ওয়ার্নার, ‘আমি জানি এটা আমার পক্ষে ভালো হবে। আপনি রাতারাতি ফর্ম হারিয়ে ফেলেন না। আমি প্রতিদিনের মতোই জেগে উঠব, মিচেল স্টার্ক, কামিন্স, হ্যাজলউড-সেরা বোলারদের মুখোমুখি হব। অনুশীলনে যদি নিয়মিত তাদের খেলতে পারি, নিষেধাজ্ঞা উঠে গেলে আগের জায়গাতেই ফেরত যাব।’

শাস্তির মেয়াদ উত্তীর্ণ হলেই তিনি নেমে পড়বেন মাঠে। অবশ্য মাঠে নেমে পড়ব বললেই তো আর হবে না। মাঠে নেমে পারফরম্যান্স দিতে হলে দরকার ফিটনেস। ফিটনেসের দিক থেকে যাতে ভাল জায়গায় থাকেন ওয়ার্নার, সেই কারণেই তিনি ব্যাট হাতে নেমে পড়ছেন। নিজেকে তৈরি রাখছেন পরের বছরের জন্য।

২০১৯ বিশ্বকাপে খেলবেন তিনি। তার আগে তিনি আইপিএল খেলবেন বলেও স্থির করে ফেলেছেন। সেখানে প্রচুর ক্রিকেট খেলা হবে, বিশ্বসেরা অসংখ্য ক্রিকেটার থাকবে যাদের সঙ্গে খেললে আমার প্রস্তুতি হয়ে যাবে।’ গ্রেড ক্রিকেটও যে উপভোগ করছেন সেটাও জানিয়ে দিয়েছেন এক ফাঁকে, ‘আমি এখানে এসেছি ক্রিকেট খেলতে এবং এটা করতে ভালো লাগছে। আমি যদি ব্যাপারটা ভালোবাসতাম না, তবে এখানে আসতাম না, যে দলের জন্য খেলি সর্বোচ্চ দিতাম না। অবসর নিয়ে নিতাম। এটা হলো ছোট ছোট ধাপ, যা আমাকে এগিয়ে নিয়ে যাবে। আগামী আট মাস যে দলের হয়েই খেলার সুযোগ পাই, আমাকে রান করতে হবে।’ 

ফলে সব মিলিয়ে আগামী বছর নতুন এক ওয়ার্নারকে দেখা যাবে। তার জন্যই নিজেকে এখন থেকেই তৈরি করছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটসম্যান। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ