ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের সর্বোচ্চ দামি ১৮ গোলকিপার


গো নিউজ২৪ | আরিফুর রহমান প্রকাশিত: জুলাই ২১, ২০১৮, ০৪:৫৭ পিএম আপডেট: জুলাই ২১, ২০১৮, ১১:১৬ এএম
বিশ্বের সর্বোচ্চ দামি ১৮ গোলকিপার

এই মুহুর্তে ক্লাব ফুটবলের সবচেয়ে দামি গোলকিপার ব্রাজিলের অ্যালিসন। অতীতের সব রেকর্ড ভেঙ্গে প্রিমিয়ার লিগের জনপ্রিয় ক্লাব লিভারপুলে যোগ দিয়েছেন তিনি। পূর্বের ক্লাব রোমার সঙ্গে দুই বছরের সম্পর্কচ্ছেদ করে ৬৫ মিলিয়ন ইউরোতে নতুন ক্লাবে যোগ দেন এই ব্রাজিল সুপারস্টার।

আজ গো নিউজ পাঠকদের জন্য রয়েছে অ্যালিসনসহ সর্বোচ্চ দামের ১৮ জন গোলকিপারের বর্ণনা। 

অ্যালিসন-৬৫ মিলিয়ন

দল-বদলে নতুন রেকর্ড গড়ে ব্রাজিল গোলকিপার অ্যালিসনকে ৬৫ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছে লিভারপুল। রোমা থেকে লিভারপুলে যোগ দেয়ার সময় অতীতের সব রেকর্ড ভেঙ্গে ফেলেন তিনি। বিশ্বের নামী ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে দাবি গোলকিপার এখন ব্রাজিলীয়ান ফুটবলার অ্যালিসন।

অ্যান্ডারসন-৩৫ মিলিয়ন ইউরো

অ্যালিসনের পর ক্লাব ফুটবলের দ্বিতীয় দামি গোলকিপারের তকমাটা তারই সতীর্থ (জাতীয় দল) এন্ডারসনের। ২০১৭ সালে বেনফিকা থেকে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১৭ সালের সামার সিজনে ব্রাভোর বিনিময়ে রেকর্ড দামে তাকে কিনেছিল প্রিমিয়ার লিগের ক্লাবটি। 

বুফন-৩২.৬ মিলিয়ন ইউরো

তুরিনের ওল্ড লেডিদের জীবন ভর ভালোবাসা দিয়ে গেছেন বুফন। যখন ফিফা থেকে ক্লাবটি নিষেধাজ্ঞায় পড়ে, তখন অনেকে ছেড়ে গেলেও মূল আঁকড়ে পড়েছিলেন এই ইতালীয় ফুটবলার। ২০০১ সালে তখনকার সময়ে রেকর্ড  ৩২.৬ মিলিয়ন ইউরোতে বুফনকে কিনেছিল জুভেন্টাস।

জর্ডান পিকফোর্ড-২৫ মিলিয়ন ইউরো

২০০৭ সালে ইংল্যান্ডের নতুন হিরো জর্ডান পিকফোর্ডকে ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে কিনে নেয় এভারটন। 

ম্যানুয়েল ন্যুয়ার-২১ মিলিয়ন ইউরো

সেই ২০১১ সাল থেকে বার্য়ান মিউনিখের সঙ্গে রয়েছেন জার্মান গোলকিপার ম্যানুয়েল ন্যুয়ার। জার্মার ক্লাবটির সঙ্গে যোগ দেয়ার সময় তার ট্রান্সফার ফি ধরা হয়েছিল ২১ মিলিয়ন ইউরো।

ব্রেন্ড লেনো-১৯.২ মিলিয়ন ইউরো

জার্মানির এই গোলকিপারের প্রতি আর্সেনাল ম্যানেজার এতই মুগ্ধ যে তাকে এক নাম্বার জার্সি গায়ে জড়ানোর অনুমতি দেন। যা লোনোর জন্য সত্যিই গর্বের। এক সপ্তাহ আগে লেভারকুসেন থেকে ১৯.২ মিলিয়ন ইউরোর বিনিমযে চেলসিতে যোগ দেন তিনি।  

ডেভিড গিয়া-১৮.৯ মিলিয়ন ইউরো

২০১১ সাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডর গোলপোস্টের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন স্পেনের গোলরক্ষক ডেভিড গিয়া। এথলেটিকা মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে যোগ দেয়ার সময় রীতিমত রেকর্ড গড়েন গিয়া। আর বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন তিনি

ফ্রান্সিসকো টোল্ডো-১৭ মিলিয়ন ইউরো

প্রায় আটবছর আগে ফুটবল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইতালির গোলরক্ষক ফ্রান্সিসকো। ক্যারিয়ারের শেষ নয় বছর ইতালিয়ান ক্লাব ইন্টারজিওন্যালের হয়ে খেলেছিলেন তিনি। মজার ব্যাপার হলো, ক্লাবটির হয়ে খেলেছিলেন গ্রাব্রিয়েল বাতিস্তা ও কোস্তা।

ক্লাউডিও ব্রাভো-১৫.৪ মিলিয়ন ইউরো

২০১৬ সালে গার্দিওয়ালা বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টারে যোগ দেয়ার পরই দল-বদল করেন ব্রাভো। তার একবছর পরই ব্রাজিলীয়ান এন্ডারসনকে ক্লাবে ভিড়ায় ম্যানচেস্টার। সাবেক কোচের প্রতি আস্থার ফল হিসেবে ম্যানচেস্টার তাকে ১৫.৪ মিলিয়ন ইউরোতে চুক্তিবদ্ধ করে।

সেবাস্টিন ফ্রে-১৪.৭ মিলিয়ন ইউরো

এঞ্জেল পেরুইজ্জি-১৩-৩ মিলিয়ন ইউরো

জন ওবালাক-১২.৫ মিলিয়ন ইউরো

এঞ্জেলো পেরুজ্জি-১২.৫ মিলিয়ন ইউরো

জেসপার ক্লিসেন-১১.১ মিলিয়ন ইউরো

মাট্টিয়া পেরিন-১০.৫ মিলিয়ন ইউরো 

ইভান পেলিজ্জলি-১০.২ মিলিয়ন ইউরো

পের্ট কেছ-১০ মিলিয়ন ইউরো।-গোল.কম

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ