ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরিফুলের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৮, ০৭:২৬ পিএম
আরিফুলের অলরাউন্ড নৈপুণ্যে জয় পেল বাংলাদেশ

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের প্রথম ম্যাচটি নিস্প্রাণ ড্রয়ের মাধ্যমে সমাপ্ত হয়। পরে পর পর দু‘ম্যাচে হেরে যায় মোস্তাফিজ-সৈাম্যরা। নিজেদের ঘরের মাঠে সিরিজ হেরে লজ্জা পায় বাংলাদেশ ‘এ’ দল। তাই তো ঘুরে দাঁড়ানোর প্রত্যয়।

ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আরিফুল হকের অলরাউন্ড নৈপুণ্যে প্রথম ওয়ানডেতে ২ রানে জিতেছে মোহাম্মদ মিঠুনের দল।

মঙ্গলবার (১৭ জুলাই) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকেই ব্যাট করার আমন্ত্রণ জানায় লঙ্কান দলনেতা। ডাকে সাড়া দিয়ে ব্যাট হাতে নামে বাংলাদেশ। মিজানুর রহমান, ফজলে রাব্বির দুই ফিফটি। আরিফুল ও অধিনায়ক মিঠুনের ঝড়ো দুটি ইনিংসে ২৮০ রানের শক্ত পুঁজি পেয়েছিল ‘এ’ দল। জবাবে উপুল থারাঙ্গা, থিসিরা পেরেরাদের নিয়ে গড়া লঙ্কান ‘এ’ দল থেমে যায় ২৭৮ রানে। বাংলাদেশের তিন পেসারই মুড়েছেন লঙ্কান ইনিংস। খালেদ আহমেদ, শরিফুল ইসলাম ৩টি আর আরিফুল পান ২ উইকেট।

টস হেরে ব্যাটিং পেয়ে শুরুটা ভালোই করেছিলেন সৌম্য সরকার ও মিজানুর। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা সৌম্যের দিকেই চোখ ছিল নির্বচকদের। তবে টেস্টের মতো আবারও হতাশ করেছেন তিনিই। ভালো শুরুর তার ইনিংস থেমেছে ওই ত্রিশের ঘরেই। ৩৪ বলে ২৪ রান করে শেহান জয়সুরিয়ার বলে পেরেরার হাতে ক্যাচ দেন সৌম্য। ওয়ানডাউনে নেমে রান পাননি জাকির হাসানও। তবে কিছুটা শ্লথ গতিতে ব্যাট করে  ফিফটি তুলে নেন মিজানুর। ১০৭ বলে তার ৬৭ রানের ইনিংস থামান শেহান মধুশঙ্কা।

‘এ’ দলের রানের চাকা গতি পায় এরপরেই। ফজলে রাব্বি আর মোহাম্মদ মিঠুন রান করেছেন বলের সঙ্গে পাল্লা দিয়েই। ৬৩ বলে ৫৯ করে রান কাটা পড়েন রাব্বি। মিঠুনের ৪৪ বলে ৪৪ রানের ইনিংস থামে অভিজ্ঞ পেরেরার বলে।

শেষ দিকটা পুরোটাই আরিফুলময়। ২২ বলে চারটি ছক্কা আর তিন বাউন্ডারিতে ৪৭ রান করেন তিনি।

লঙ্কানদের রান তাড়ায় শুরুতেই আঘাত হানেন দুই পেসার খালেদ ও শরিফুল। ১৩ রানেই দুই ওপেনার সামারা বিক্রমা আর থারাঙ্গাকে ফিরিয়ে দেন তারা। লাহিরু থিরিমান্নেকে বেশি দূর আগাতে দেননি আরিফুল। পরে আসান প্রিয়রঞ্জানকেও ফেরান তিনি।

টপ অর্ডারের ব্যর্থতার দিনে লঙ্কানদের টেনেছেন দাসুন শানাকা। ৭৮ বলে ৭৮ করার পর তাকে আউট করেন খালেদ। এর আগে পেরেরাও  ফেরান ডানহাতি এই পেসার। লঙ্কান ইনিংসের লেজটা মুড়ে দেন বাঁহাতি পেসার শরিফুল। ৫৪ রানে ৩ উইকেট নেন তিনি। ৩ উইকেট পেয়েছেন খালেদও। তবে তিনি খরচ করে ফেলেন ৭২ রান। ৮ ওভার বল করে ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের জয়ে সবচেয়ে বড় অবদান আরিফুলেরই।

উল্লেখ্য, দ্বিতীয় ম্যাচটি ১৯ জুলাই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ