ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাস্তি পেলেন হাথুরু-চান্দিমাল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৭:৪৩ পিএম আপডেট: জুলাই ১৭, ২০১৮, ০৪:৫৮ এএম
শাস্তি পেলেন হাথুরু-চান্দিমাল

ক্রিকেটের চেতনাবিরোধি আচরণ করায় শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমাল, কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আশঙ্কা গুরুসিংহের শাস্তি অবধারিতই ছিল। রায় ঘোষণার আগে গেল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গল টেস্টেও ছিলেননা। শুধু এই টেস্ট সিরিজই না,  তাদের শাস্তি বেড়েছে আরও।  নিষিদ্ধ হয়েছেন দুই টেস্ট ও চার ওয়ানডের জন্য।

গত শুক্রবার গল টেস্ট শুরুর আগের দিন স্বাধীন জুডিশিয়াল কমিশনার মাইকেল বিলহফ তাদের শুনানি করেন। সোমবার (১৬ জুলাই) তার রায় দেওয়া হয়েছে।

আইসিসি জানায়, এই তিনজনের সাসপেনশন হয়েছে মোট আট। তাতে তারা দুই টেস্ট আর চার ওয়ানডেতে নিষিদ্ধ হয়েছেন। বিচার চলাকালীন থাকায় গল টেস্টেও এই তিনজন থাকতে পারেননি। লঙ্কানদের নেতৃত্ব দেন সুরাঙ্গা লাকমাল। চান্দিমালের ড্রেসিং রুমে থাকার অনুমতি থাকলেও পুরো টেস্ট চলাকালীন বাইরেই থাকতে হয় কোচ আর ম্যানেজারকে।

গেল মাসে ক্যারিবিয়ান সফরে সেন্ট লুসিয়া টেস্টে ক্রিকেটের চেতনা ভঙ্গের অভিযোগ আনা হয় এই তিন শ্রীলঙ্কানের বিরুদ্ধে। তিনজনই অভিযোগ মেনে নিয়েছিলেন। তাদের শাস্তি কমানোর আবেদন করেছিল লঙ্কান বোর্ড। তবে শাস্তির মাত্রা শেষ পর্যন্ত খুব বেশি কমেনি।

ইতিহাসে কোন কোচের চেতনা পরিপন্থী কাজ করে নিষিদ্ধ হওয়ার ঘটনাও সম্ভবত এই প্রথম। যাতে শাস্তি পেলেন এক সময় বাংলাদেশ দলের কোচ থাকা হাথুরুসিংহে।

সেন্ট লুসিয়া টেস্ট বল টেম্পারিং করে ধরা পড়েন দিনেশ চান্দিমাল। অভিযোগ তোলার পর দিনই মাঠে নামতে দুই ঘণ্টা দেরি করে শ্রীলঙ্কা। যাতেই মূলত জড়িয়ে যান কোচ আর ম্যানেজার। পরে টেম্পারিং করার দায়ে এক টেস্টের নিষেধাজ্ঞা কাটান চান্দিমাল। এবার সময়মত খেলতে না নেমে চেতনা পরিপন্থী কাজ করে আরও দুই টেস্ট আর চার ওয়ানডেতেও থাকতে পারছেন না লঙ্কান অধিনায়ক। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ