ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেরেনাকে হৃদয়স্পর্শী বার্তা স্বামীর


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ১৬, ২০১৮, ০৬:৫১ পিএম আপডেট: জুলাই ১৭, ২০১৮, ০৪:৫১ এএম
সেরেনাকে হৃদয়স্পর্শী বার্তা স্বামীর

‘‌মেয়ের জন্য মন কেমন ‌করছে?‌ মা হয়ে কি আর গ্র্যান্ড স্লাম জেতা যায়?‌’‌

প্রশ্নগুলো হন্তদন্ত!‌ তাকে নিচে নামাতে। কিন্তু টেনে নামানোর খেলার প্রতিবাদে প্রাচীর হয়ে তিনি ধরা দিলেন। সেরেনা উইলিয়ামসের স্বামী অ্যালেক্সি ওহানিয়ান। 

ইনস্টাগ্রামে বার্তা দিলেন, ‘‌আমাদের মেয়ে জন্মানোর পরের দিন, আমার স্ত্রীকে যখন অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওকে একটা চুমু খেয়েছিলাম। ওই সময় আমরা কেউই জানতাম না, ও আবার ফিরে আসবে কিনা। শুধু মনেপ্রাণে চাইছিলাম, ও যেন বেঁেচ যায়। ১০ মাস পরে?‌ ও উইম্বলডনের ফাইনাল খেলল!‌ অভিনন্দন অ্যাঞ্জি কেরবের। তবে সেরেনা, তুমি আবার ট্রফিটা হাতে নেবে। খুব তাড়াতাড়ি। আর তোমার জীবনের সেরা প্রাপ্তি, সেরা পুরস্কার তো বাড়িতে অপেক্ষা করছে। শুধুই তোমার জন্য। আমাদের পরিবারের সবাই জানে, সেরেনা আরও ট্রফি জিতবে। এ তো সবে শুরু। এর থেকে বেশি কিছু ওর থেকে চাওয়ার ছিল না।’‌ 

ওহানিয়ান যখন মন ছুঁয়ে ফেললেন। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়ে। তখন সেরেনা ফাইনালে হারের পর যা বললেন, তাতেও লুকিয়ে রইল দৃঢ়তা, ‘‌বিশ্বের সব মায়েদের হয়ে আমি নেমেছিলাম কোর্টে। হ্যাঁ, চেষ্টাও করেছিলাম। তবে কেরবের দুর্দান্ত টেনিস খেলেছে। 

কিন্তু আমার জন্যও এই টুর্নামেন্টটা দারুণ কেটেছে। এতদূর এগিয়ে আমি খুব খুশি। ফাইনালে হেরে গেলে, খারাপ লাগাটাই নিয়ম। কিন্তু আমার মন খারাপ হচ্ছে না। আসলে সামনে তাকানোর অনেক কিছু পেয়েছি। এবার উইম্বলডনে এসেছিলাম, কয়েকটা ম্যাচ জিতব— এটুকু ভেবেই। যা যা ঘটল, তারপর এটা ভেবেই উৎসাহিত হচ্ছি যে, আমি এখনও লড়তে পারি। ভাল কিছু করে দেখানোর ক্ষমতা রাখি। জেনে রাখুন, এ সবে শুরু। নতুন শুরু।’

গোনিউজ২৪/এএস

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ