ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানি খেলোয়াড়দের সুখবর দিলো ভারত


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ৭, ২০১৮, ১০:১১ এএম
পাকিস্তানি খেলোয়াড়দের সুখবর দিলো ভারত

ভারত-পাক রাজনৈতিক টানাপোড়েনের কারণে জন্য বন্ধ দুই দেশের মধ্যে ক্রিকেট। এবার সেই দেশের খেলোয়াড়দেরই ভিসা দিল ভার। কয়েকদিন পর চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য পাকিস্তানের স্কোয়াশ খেলোয়াড়দের ভিস দিল ভারতীয় কনস্যুলেট।

১৭ জুলাই থেকে ২৯ জুলাই চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করছে পাকিস্তানের স্কোয়াশ দলও। পাকিস্তানি স্কোয়াশ দলের খেলোয়াড়দের ভিসাতে সম্মতির সিলমোহর লাগিয়েছে নয়াদিল্লি।

পাক খেলোয়াড়দের ভিসা দেওয়ার কথা স্বীকার করে নিয়ে পাকিস্তানের স্কোয়াশ ফেডারেশনের সচিব তাহির সুলতান জানান,‘ দলের শেষ খেলোয়াড়টিরও ভিসা বৃহস্পতিবারের মধ্যে দেওয়া হয়েছে।’ পাশাপাশি তাহির যোগ করেন, ‘ পুরো দলের জন্যই আমাদের কাছে ভারতের ভিসা রয়েছে। ছ’জন খেলোয়াড় ছাড়াও তিনজন আধিকারিকের ভিসা মঞ্জুর করেছে ভারত।’

স্কোয়াশ যে পাকিস্তানের এক পুরনো এবং ঐতিহ্যবাহী খেলা সেটি বোঝাতে গিয়ে পাক স্কোয়াশ ফেডারেশনের সচিব বলেন, ‘পাকিস্তান স্কোয়াশের অনেক পুরনো এবং শক্তিশালী দল। বিশ্বমানের স্কোয়াশ খেলোয়াড় তৈরি করেছে আমাদের দেশ।’

‘ভারতের হাত ধরেই স্কোয়াশ জনপ্রিয়তা পেয়েছে৷ পাকিস্তান স্কোয়াশ দল এখানের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে এতে ভারতের লাভ হবে।’ ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ একটি বিশ্বমানের খেলা। এটি বিশ্ব স্কোয়াশ ফেডারেশনের টুর্নামেন্ট। বিশ্বের সর্বোচ্চ স্কোয়াশ নিয়ামক সংস্থাটি ভারতকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছে। এই স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ থেকে পাকিস্তানকে দূরে রাখা উচিৎ নয়।

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ