ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত গোলে শেষ হলো বেলজিয়াম ও তিউনিসিয়ার খেলা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৮, ০৮:০৬ পিএম
সাত গোলে শেষ হলো বেলজিয়াম ও তিউনিসিয়ার খেলা

বেলজিয়াম এবং তিউনিসিয়া দুই দলের জন্যইে আজকের ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেলজিয়াম এই ম্যাচে জিতলেই নক আউট পর্বে চলে যাবে। অন্যদিকে তিউনিসিয়া হারলেই বিদায়। আর এমন ম্যাচটিতে লুকাকুদের কাছে পাত্তাই পেল না তিউনিসিয়া। দুই ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে সোনালি প্রজন্মের বেলজিয়ামের সামনে উড়ে গেল তিউনিসিয়া। জবাবে দিয়েছে দুটি গোল। সবমিলিয়ে সাতটি। 'জি' গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করেছে বেলজিয়ানরা। অন্যদিকে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া।

শুরু থেকে দারুণভাবে এগিয়ে যায় বেলজিয়াম। ৬ মিনিটে পেনাল্টি থেকে গোল কেরেছেন ইডেন হ্যাজার্ড। এরপর ১৬ মিনিটে রোমেলু লুকাকু ব্যবধান ২-০ করেন। অন্যপ্রান্ত থেকে মরিয়া তিউনিশিয়া। অবশেষে ১৮ মিনিটেই দিলান ব্রন এক গোল শোধ করে দিয়েছেন। এভাবে শেষ হয় প্রথমার্ধ। তবে অতিরিক্ত সময়ে আবার তিউনিশিয়ার জালে বল জড়ান। এনিয়ে লুকাকুর দুই ম্যাচে গোল হয় চারটি। আর তাতে প্রথমার্ধে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।

দ্বিতীয়ার্ধেও চলে বেলজিয়াম শো। ৫১ মিনিটে অ্যাল্ডারওয়েল্ডের কাছ থেকে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন এডিন হ্যাজার্ড। ৬১ মিনিটে কারাসকোর দুর্দান্ত শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৭৬ মিনিটে ডি বক্সের ভেতর হ্যাজার্ডের পরিবর্তে নামা বাতশুয়াই গোলরক্ষককে পরাস্ত করে উন্মুক্ত গোলবারে শট নিলেও গোললাইন থেকে তা রক্ষা করেন।

৮০ মিনিটে আবারো গোলের সুযোগ পান বাতশুয়াই। এবার গোলবার তাকে গোলবঞ্চিত রাখেন। ডি বক্সের ভেতর কারাসকোর শট গোলরক্ষক রুখে দিলে রিবাউন্ড থেকে বল গোলবারে মারেন বাতশুয়াই। ৮১ মিনিটে গোল মিসের হ্যাটট্রিক করেন বাতশুয়াই।

তবে শেষ পর্যন্ত আশাহত হননি বাতশুয়াই। ম্যাচের ৯০ মিনিটে গোলের দেখা পান তিনি। তেলেমানসের বাড়ানো দূরপাল্লার বাড়ানো ক্রসে দারুণ শটে গোল করেন বাতশুয়াই। তখনই শেষ হয়নি ম্যাচ। ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে তিউনিসিয়ার হয়ে আরেকটি সান্ত্বনা সূচক গোল করেন খাজরি। ৫-২ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো বেলজিয়াম অন্যদিকে দুই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া।

রাশিয়ায় ২১তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ (৪) গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়েছিলেন পর্তুগাল তারকা রোনালদো। আজ তাকে ধরে ফেললেন বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু। দুই ম্যাচে লুকাকুও করেছেন চার গোল।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ