ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

ইরানি ঝলকে বাকরুদ্ধ রাশিয়া


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০৭:১০ পিএম
ইরানি ঝলকে বাকরুদ্ধ রাশিয়া

প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়েই চমক। বিশ্বকাপে এমন শুরুটা হবে তা স্বপ্নেও ভাবেননি ইরানিরা। ফলে জয়ের খবরে রাতভর তেহরান সহ দেশের সর্বত্র পালিত হয়েছিল উৎসব। এবার দ্বিতীয় ম্যাচের আগে থেকেই উত্তেজনা চরমে। এবার প্রতিপক্ষ প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও প্রবল শক্তিশালী স্পেন। সেই দুরন্ত স্প্যানিশ ছন্দের সঙ্গে সমানে টক্কর দিতে প্রস্তুত ইরান।

বিশ্বকাপে অঘটনের পর্ব চলছেই৷ সেই ধারা বজায় রাখবে ইরান৷ এমনই মনে করছেন দেশটির সমর্থকরা৷ তবে ইরানিদের ফুটবল সমর্থকদের রকম সকমে চমক লেগেছে রুশদেশে৷ বিভিন্ন রঙের সমাহার অতিথিদের পোশাকে। হিজাবে ঢাকা নয়, বরং খোলা হাওয়ার বার্তা দিচ্ছেন ইরানের ফুটবল ফ্যানরা৷ ইসলামি বিপ্লবের পর তৈরি হওয়া নতুন ইরানে সামাজিক অগ্রগতি বারে বারে আলোচ্য হয়েছে৷ তবে কয়েকটি ক্ষেত্রে আরো কয়েকটি ইসলামি দেশের মতো কিছু বিধিনিষেধ রয়েছে এই দেশে।রুশ বিশ্বকাপে আসা ইরানিরা অবশ্য সেসব ভেঙে ফেলেছেন

ইরানের বিশ্বকাপ অভিযান নিয়ে বিতর্ক ছিল প্রথম থেকেই। পরমাণু চুক্তি ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তায় নাইকি সরাসরি ইরানের বুট স্পনসর করা থেকে সরে আসে।  অথচ অন্যান্য দলগুলিতে যথারীতি নাইকি তাদের বুট দিয়েছে। এবার নাইকি বিহীন দল হিসেবেই প্রথম ম্যাচটি মরক্কোর সঙ্গে খেলে ইরান।  দেশের সর্বোচ্চ ধর্মীয় শাসক আয়াতুল্লা আলি খামেনিই বারে বারে মার্কিন অবস্থানের সমালোচনা করেছেন। তারই মাঝে বিশ্বকাপে বুট বিতর্ক আরো উত্তপ্ত পরিস্থিতি তৈরি করে দেয়। ফলে ইরানি সমর্থকরাও ক্ষুব্ধ। কিন্তু দল জয় দিয়ে অভিযান শুরু করায় তাদের উল্লাস চাপা থাকেনি।

১৯৭৮ সালে প্রথমবার বিশ্বকাপের আসরে প্রবেশ করেছিল ইরান। মোটা পাঁচবার অংশ নিয়েছে দেশটি।  কিন্তু কোনোবারই প্রথম রাউন্ড পার করা সম্ভব হয়নি ইরানিদের৷ এবারের লড়াই আরো জমিয়ে দিতে প্রস্তুত ইরান। তবে ইরানি ফ্যানেরা ইতিমধ্যেই আসর জমিয়ে দিয়েছেন। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ