ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রোনালদোর গোলে প্রথমার্ধে এগিয়ে পর্তুগাল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০৬:৫০ পিএম আপডেট: জুন ২০, ২০১৮, ১২:৫০ পিএম
রোনালদোর গোলে প্রথমার্ধে  এগিয়ে পর্তুগাল

দুটি দলের জন্যই আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। মরক্কোর বাঁচা-মরার ম্যাচ। অন্যদিকে, পর্তুগালের দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন বাঁচিয়ে রাখার। এমন সমীকরণ মাথায় নিয়ে লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই জয়ের দেখা পায়নি। স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল পর্তুগাল আর ইরানের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল মরক্কো। তবে এই ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে আছে পর্তুগাল।

ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করেন রাশিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক ম্যান রোনালদো।  তার স্কোরেই ১-০ গোলের লিড নেয় পর্তুগিজরা। কর্নার থেকে জোয়াও মোউতিনহোর উড়ে আসা বলে বুলেট হেড করে সেটিকে জালে জড়িয়েছেন রোনালদো। 

রাশিয়া বিশ্বকাপের শুরুর চমকটা ভালোই দেখিয়েছে রোনালদোদের পর্তুগাল। এবারের অন্যতম ফেভারিট স্পেনের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র দিয়েই আসর শুরু করেছিল তারা। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ফার্নান্দো সান্তোসের ছাত্ররা। 

তবে প্রথম গোলের পর থেকে প্রাণপণ চেষ্টা করেন মরোক্কর খেলোয়াড়রা। চেষ্টা করেও প্রথমার্ধে সমতায় ফিরাতে পারেননি মরোক্ক।

পর্তুগাল একাদশ : রুই প্যাত্রিসিও (গোলরক্ষক), পেপে, রাফায়েল গুয়েরেইরো, হোসে ফন্তে, কেডরিক, জোয়াও মুতিনহো, হোয়াও মারিও, বার্নার্ডো সিলভা, উইলিয়াম কার্ভালহো, ক্রিশ্চিয়ানো রোনালদো (অধিনায়ক), গনক্যালো গুয়েদেস।

মরক্কো একাদশ : মুনির এল কাজুই (গোলরক্ষক), আশরাফ হাকিমি, ম্যানুয়েল দ্য কস্তা, মেধি বেনাতিয়া (অধিনায়ক), নাবিল দিরার, হাকিম জিয়েচ, করিম এল আহমেদি, ইউনুস বেলহানদা, এমবার্গ বোসুফা, নরদিন আমরাবাত, খালিদ বোতাইব।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ