ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কিছু নেই’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০৪:৫৫ পিএম আপডেট: জুন ২০, ২০১৮, ১০:৫৮ এএম
‘আর্জেন্টিনাকে ভয় পাওয়ার কিছু নেই’

মনস্তাত্ত্বিক চাপের খেলা শুরু করে দিল ক্রোয়েশিয়া। নেপথ্যে নয়, প্রকাশ্যেই ছাড়া হচ্ছে হুঙ্কার। ক্রোট শিবির প্রকাশ্যেই বলছে, মেসি ছাড়া ওদের কিছু নেই। আরও বলছে, আর্জেন্টিনার চেয়ে আমরাই এগিয়ে।

ঘুরিয়ে হলেও আসলে যা লিওনেল মেসিকে চাপে রাখারই ফন্দি। তবে তা অত্যন্ত কৌশলে! বৃহস্পতিবার (২১ জুন) গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পয়েন্টের বিচারে সুবিধাজনক জায়গায় ক্রোয়েশিয়া। প্রথম ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপশীর্ষে তারা। আর্জেন্টিনাকে আটকাতে পারলেই নকআউটের পথে অনেকটা এগিয়ে থাকবে তারা।  আর জিতলে তো প্রি-কোয়ার্টার নিশ্চিত।

অন্যদিকে, বিশ্বকাপ অভিযানের গোড়াতেই হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। নকআউটে যাওয়ার জন্য ক্রোয়েশিয়াকে হারানো খুব জরুরি। জিততে না পারলে মেসিদের অভিযানে গ্রুপেই থমকে যাওয়ার সম্ভাবনা প্রবল।

এই আবহে নিঝনি নভগরদ স্টেডিয়ামে নামছেন মেসিরা। দলে জেভিয়ার মাসচেরানো, অ্যাঞ্জেল ডি মারিয়া, সের্জিও আগুয়েরো, গঞ্জালো ইগুয়াইনরা থাকলেও নীল-সাদা সমর্থকদের আশা-ভরসা সেই এল এম টেন-ই। আর এটাই শুনিয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতেও কোভাসিচ। তিনি সাফ বলেছেন, ‘আর্জেন্টিনা বড্ড বেশি মেসি-নির্ভর। যদিও অন্য জায়গাগুলোতেও ভাল ফুটবলার রয়েছে ওদের। তবে মেসিকে বাকিদের অক্ষমতা ঢেকে দিতে হয় অধিকাংশ সময়। ও হল গ্রেট।  যে কোনো মুহূর্তে ম্যাচের চেহারা পালটে ফেলতে পারে।’

এখানেই থামেননি কোভাসিচ। খোঁচা দিয়ে বলেছেন, ‘আমাদের অবশ্য আর্জেন্টিনাকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। মেসিকে বাদ দিলে, একক ভাবে আমরা সবাই ওদের চেয়ে এগিয়ে। আমাদের তাই নিজেদের দিকে তাকাতে হবে। বিপক্ষের দিকে তাকানোর দরকার নেই।”

অর্থাৎ, মেসির প্রতি আস্থা, শ্রদ্ধা, সমীহ থাকছে। কিন্তু তা শুধু মেসির প্রতিই। আর্জেন্টিনার জন্য থাকছে সাবধানবাণী। যে, মেসিকে বাদ দিলে তোমরা অতি সাধারণ। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের শিবিরে যা চিমটিতে সীমাবদ্ধ থাকছে না। হুল হয়েই বিঁধছে।

মেসি কি পারবেন প্রতিভার ঝলকানিতে রাশিয়ায় কাপ-যুদ্ধ আলোকিত করতে? সবাই কি ওইদিন পারবে জ্বলে উঠতে? শুধু অস্তিত্বরক্ষার লড়াইয়ে থেমে থাকছে না মাঝরাতের ম্যাচ। ওই খেলাটি জুড়ে থাকছে সম্মান আর মর্যাদার প্রশ্নও।  

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ