ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খবরদার, দাওয়াত পেলেও রোনালদোর বাসায় যেয়ো না!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০১৮, ০২:০২ পিএম আপডেট: জুন ২০, ২০১৮, ০৮:০২ এএম
খবরদার, দাওয়াত পেলেও রোনালদোর বাসায় যেয়ো না!

মনে করুন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আপনার কোথাও দেখা হলো। তিনি আপনাকে তার বাসায় এক বেলা খাওয়ার নিমন্ত্রণ করলেন। আপনি কী করবেন? অবশ্যই যত দ্রুত সম্ভব রাজি হবেন, তাই তো? এমন সুযোগ তো সবাই পায় না! রোনালদোর বাসায় দাওয়াত পাওয়া আর হাতে চাঁদ পাওয়া তার সমর্থকদের জন্য সমান কথাই। কিন্তু প্যাট্রিস এভরা বলছেন, ‘খবরদার, যেয়ো না! রোনালদো ওর বাসায় দাওয়াত দিলে স্রেফ “না” করে দাও।’

বিস্ময়ে চোখ কপালে উঠেছে? আগে আসল ঘটনা তো শুনুন।  রোনালদো আজ মরক্কোর মুখোমুখি হওয়ার আগে এভরা নিজেই তা ফাঁস করেছেন। বিশ্বকাপ নিয়ে আইটিভির এক অনুষ্ঠানে ফ্রান্সের এই লেফট ব্যাক মজার এক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের সঙ্গে। রোনালদো ও এভরা তখন ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ। একদিন অনুশীলন শেষে এভরাকে দাওয়াত করলেন রোনালদো, ‘চলে এসো আমার বাসায়। দুজন একসঙ্গে মধ্যাহ্নভোজ করব।’

পরের ঘটনাটুকু এভরার মুখেই শুনুন, ‘সে বলল, প্যাট্রিস, অনুশীলন শেষে চলে এসো। আমি গেলাম এবং সেদিন খুব ক্লান্ত ছিলাম। কিন্তু খাবার টেবিলে গিয়ে দেখলাম শুধু সালাদ, মুরগি আর পানি। কোনো জুস নেই। তারপরও মেনে নিলাম। খাওয়া শুরুর পর ভাবলাম, হয়তো মাংসজাতীয় আরও কিছু দেওয়া হবে। কিন্তু কিছুই এল না। সে খাওয়াদাওয়া শেষ করেই আবার খেলা শুরু করে দিল। দক্ষতা বাড়ানোর অনুশীলন আরকি। আমাকে বলল, চলো, “টু-টাচ” (বলে দুটি টাচের বেশি করা যাবে না) অনুশীলন করি।’

এভরার অবস্থা যেন তখন ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’। খাওয়া তখনো শেষ না হওয়ায় এভরা অনেকটা অনুরোধের সুরেই বলেছিলেন, ‘খাবারটা শেষ করতে পারি?’ রোনালদোর সাফ জবাব, ‘না না, চলে এসো আগে “টু-টাচ” অনুশীলন করি।’ অগত্যা এভরা কী আর করবেন—‘পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে সাথে’—খাবার রেখে ইউনাইটেড সতীর্থদের সঙ্গে টু-টাচ অনুশীলন শুরু করে দিলেন। কিন্তু এখানেই শেষ নয়।

এভরার ভাষায়, ‘টু-টাচ অনুশীলন শেষে সে আমাকে নিয়ে পুলে সাঁতার কাটতে নেমে পড়ল। তারপর “জাকুজ্জি” (গরম পানির পুল) থেকে “সাউনা”য় (বাষ্পস্নান) কাটল কিছু সময়। আমি ততক্ষণে শেষ (ক্লান্ত)। শুধু এতটুকু জিজ্ঞেস করলাম, ক্রিস্টিয়ানো, আমরা এখানে কেন এসেছি। কাল খেলা আছে সে জন্য, নাকি মধ্যাহ্নভোজ করতে?’

রিয়াল মাদ্রিদ তারকার বাসায় ওয়েস্টহাম তারকার এই অভিজ্ঞতা তাকে বলতে বাধ্য করেছে, ‘এ কারণেই আমি যে কাউকে বলব রোনালদো বাসায় দাওয়াত দিলে যেয়ো না। স্রেফ না বলে দাও। কারণ, এই লোকটা একটা যন্ত্র—কখনো অনুশীলন বন্ধ করতে রাজি নয়।’

কোনো কিছুতে হার–না–মানা এবং হাল–না–ছাড়া মনোভাবই রোনালদোকে আজ এতটা উঁচুতে তুলে এনেছে। পর্তুগাল অধিনায়ক যেকোনো কিছুতেই হারতে পছন্দ করেন না, তার একটা উদাহরণও দিয়েছেন এভরা। সেটাও তার ইউনাইটেড ক্যারিয়ারের ঘটনা, ‘একবার রিও ফার্দিনান্দের সঙ্গে টেবিল টেনিস খেলায় সে হেরে গেল। আমরা তো উল্লাস করছি, কিন্তু রোনালদোর মুখ ভার। এরপর সে তার এক ভাইকে দিয়ে বাসায় টেবিল টেনিসের সেট কিনে এনে অনুশীলন করল দুই সপ্তাহ। তারপর ফিরে এসে (ক্লাবে) সবার সামনে ফার্দিনান্দকে হারিয়ে দিল।’

শক্তিতে মরক্কো হয়তো পর্তুগালের ধারেকাছেও নেই, কিন্তু এই বিশ্বকাপে শ্রেয়তর দলগুলো যেভাবে নাকানি–চুবানি খাচ্ছে, তাতে পর্তুগালের সাবধান না হয়ে উপায় নেই। আর এভরা যে হার–না–মানা অনুশীলন-পাগল রোনালদোর উদাহরণ দিলেন, এই ম্যাচে পর্তুগাল কিন্তু এমন রোনালদোকেই চায়। যেমনটা ছিলেন স্পেনের বিপক্ষেও!

প্রসঙ্গত, মস্কোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় মরক্কোর মুখোমুখি হবে পর্তুগাল।-প্রথম আলো
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ