ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত সাবেক কিউই অলরাউন্ডার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০১৮, ০৭:৪৮ পিএম
অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত সাবেক কিউই অলরাউন্ডার

ক্যানসারে আক্রান্ত ক্রিকেট বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি। কিংবদন্তি ফাস্ট বোলারের ক্যান্সারের কথা নিশ্চিত করেছেন নিউজিল্যানস্ড ক্রিকেট বোর্ড। 

৬৬ বছর বয়সী ভুগছেন পেটের অন্ত্রের ক্যানসারে। রুটিনমাফিক পরীক্ষা করাতে গিয়ে সম্প্রতি তার অন্ত্রে হঠাত্ই টিউমার ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। নিউজিল্যান্ড ক্রিকেট হ্যাডলির স্ত্রী ডায়ানের বিবৃতি প্রকাশ করেছে। তাতে ডায়ানে বলেছেন, ‘অস্ত্রোপচার খুব ভাল হয়েছে। ও বেশ ভালই আছে অস্ত্রোপচারের পর। সতর্কতা হিসেবে চিকিত্সা চলবে। খুব দ্রুত শুরু হবে কেমোথেরাপি। চলবে কয়েক মাস ধরে। আশা করা হচ্ছে, সেই সময়ের মধ্যে ও পুরো সুস্থ হয়ে উঠবে।

প্রসঙ্গত, নিউজিল্যান্ড ক্রিকেটারদের মধ্যে মার্টিন ক্রো ও ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২০১৬ সালে প্রয়াত হন তিনি।

ডানহাতি পেসার হ্যাডলি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন ৮৬ টেস্ট। নিয়েছেন ৪৩১ উইকেট। এক সময় তিনিই ছিলেন টেস্টে বিশ্বের সফলতম বোলার। ১৯৯৪ সালে হ্যাডলিকে টপকে গিয়ে টেস্টের সর্বাধিক উইকেট শিকারী হয়েছিলেন ভারতের কপিল দেব। তবে প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্বটা হ্যাডলিরই। ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ৩৬ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট দশ উইকেট নিয়েছেন ন’বার। ৫২ রানে ৯ উইকেট তার সেরা বোলিং।

ইয়ান বথাম, ইমরান খান ও কপিলের সঙ্গে আটের দশকে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে পড়তেন তিনি। টেস্টে দুটো শতরানও রয়েছে। করেছেন তিন হাজারের বেশি রান। সর্বাধিক অপরাজিত ১৫১। ওয়ানডে ক্রিকেটে ১১৫ ম্যাচে ১৫৮ উইকেট নিয়েছেন তিনি। পাঁচ বার নিয়েছেন পাঁচ উইকেট। ২৫ রানে পাঁচ উইকেট তার সেরা বোলিং। ব্যাট হাতে একদিনের ম্যাচে করেছেন ১৭৫১ রান। রয়েছে চারটি অর্ধশতরানও।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ