ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এটাই মেসির ক্যারিয়ারের সেরা গোল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুন ১৩, ২০১৮, ০২:৪৮ পিএম আপডেট: জুন ১৩, ২০১৮, ০৮:৫০ এএম
এটাই মেসির ক্যারিয়ারের সেরা গোল

যদি প্রশ্ন করা হয় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির খেলোয়াড়ি জীবনে সবচেয়ে সেরা গোল কোনটি? উত্তর আসবে প্রশ্নটা খুব কঠিন। কারণ আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্যারিয়ারে অসাধারণ গোলের সংখ্যা তো আর কম নয়! তার দারুণ গোলের লম্বা তালিকা থেকে সেরা বাছাই করা রুঢ় হবে, এটাই স্বাভাবিক। তবে এমন প্রশ্ন যদি এল এম টেন-কে করা হয়। তাহলে তিনি কি বলবেন। হুম পাঠক নিজের সেরা গোল বেছে নিয়েছেন স্বয়ং মেসি। যদিও আর্জেন্টাইন তারকার জন্য এই উত্তরটা কঠিনই নয়, অসম্ভবও। মেসি এই অসম্ভব কাজই করেছেন। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’কে দেওয়া সাক্ষাৎকারে বেছে নিয়েছেন নিজের ক্যারিয়ারের সেরা গোল। কিন্তু তিনি যে গোলটাকে ‘সেরা’ বলছেন, সেটি আপনাকে অবাক করবেই।

২০০৭ সালে গেটাফের পাঁচ খেলোয়াড়কে কাটিয়ে যে গোলটা করেছিলেন, মেসির ‘সেরা’ মোটেও সে রকম নয়। ২০১০ সালে জারাগোজার বিপক্ষে মাঝমাঠ থেকে দৌড়ে করা গোলটার সৌন্দর্য বিচারেও মেসির বেছে নেওয়া ‘সেরা’ গোলটা ধারেকাছেও নেই। ২০১১ সালে রিয়ালের বিপক্ষে যে গোলটি দেখে জাভি হার্নান্দেজ বলেছিলেন, বাস্তবসম্মতভাবে সর্বকালের সেরা গোল, সেটিকেও তালিকায় রাখেননি মেসি। মেসির কাছে দলের প্রয়োজনের মুহূর্তে করা গোলই সেরা।

২০০৯ সালে করা তেমনই একটা গোল নিজের সেরা বলে বেছে নিয়েছেন মেসি। সেবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ৭০ মিনিটে হেডে একটি গোল করেছিলেন মেসি। এই গোলকেই ক্যারিয়ারের অন্যতম সেরা বলছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই গোল প্রসঙ্গে ‘স্পোর্ত’কে মেসি বলেছেন, ‘আমি গোলের সৌন্দর্য নয়, গুরুত্ব দেখি। ম্যাচের গতি-প্রকৃতি বিচারে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে (২০০৯) হেডে করা গোলটাই আমার ক্যারিয়ারের সেরা। আমার কাছে গুরুত্বপূর্ণ গোলগুলো সব সময়ই বিশেষ কিছু।’

মেসির সেই গোলের ভিডিও লিংক

 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ