ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দেউলিয়া বিশ্বখ্যাত খেলোয়াড়, বেচে দিচ্ছেন অমূল্য সব ট্রফি


গো নিউজ২৪ | অনলাইন ডেস্ক প্রকাশিত: জুন ১১, ২০১৮, ০৪:০৫ পিএম আপডেট: জুন ১১, ২০১৮, ১০:১৮ এএম
দেউলিয়া বিশ্বখ্যাত খেলোয়াড়, বেচে দিচ্ছেন অমূল্য সব ট্রফি

তিনিই ছিলেন নাম্বার ওয়ান। ছিলেন বহু ভক্তের হার্টথ্রবও। এই তারকার শটের জাদুতে কাঁপত কোর্ট। জিতেছেন বহু ট্রফি। কিন্তু তার জীবনেই নেমে এল ঘোর দুঃসময়। এখন দেউলিয়া হয়ে নিজের জেতা ট্রফিগুলিই অনলাইনে বেচে দিচ্ছেন জার্মান টেনিস তারকা বরিস বেকার।

গত বছরই ব্রিটেনের একটি কোর্ট তাকে দেউলিয়া ঘোষণা করে। তার পরেই বরিস অনলাইন নিলামে তুলেছেন ৮১টি ট্রফি ও ব্যবহৃত সামগ্রী। তার মধ্যে রয়েছে উম্বলডন ও ইউএস ওপেনে জেতা ট্রফিও। এর মধ্যে মহামূল্যবান হচ্ছে রেনশ কাপের রেপ্লিকা। যেটি বেকার মাত্র ১৭ বছর বয়সে জিতেছিলেন কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে। এর দাম উঠেছে ৭ লাখ টাকা।

১৯৯৬ সালে এক জোড়া জুতো পরে তিনি খেলেছিলেন। সেই জুতোর দাম শুরু হয়েছে ৪৫ হাজার টাকা থেকে।

প্রশ্ন হলো, কেন এমন অবস্থা হল বরিস বেকারের? বিভিন্ন ক্ষেত্রে ভুল বিনিয়োগ করে ডুবেছেন তিনি। এছাড়া ২০০০ সালে প্রথম বিবাহ বিচ্ছেদের সময় খোরপোষ বাবদ প্রায় ৯০ কোটি টাকা দিতে হয়েছিল এই প্রাক্তন টেনিস তারকাকে।

২০০১ সালে এক রুশ মডেলের সঙ্গে যৌন সম্পর্কের জেরে সেই মডেল গর্ভবতী হয়ে পড়েন। তার সঙ্গে আদালতের বাইরে মীমাংসা করতে গিয়ে কয়েক কোটি পাউন্ড যায় বেকারের পকেট থেকে।

নাইজেরিয়া এক তেল কোম্পানিতে বিনিয়োগ করেই মূলত ডুবেছেন প্রাক্তন এক নাম্বার টেনিস তারকা।
 

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ