ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফের ক্রিকেটাঙ্গনে ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৮, ০৬:৩১ পিএম
ফের  ক্রিকেটাঙ্গনে ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া

ক্রিকেটের আকাশে ফের ফিক্সিংয়ের কালো ছায়া। এবার বিতর্কের কেন্দ্র ভারত-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ নিয়ে। জনপ্রিয় খেলার অন্ধকার দিকটি উঠে এসছে আল জাজিরা টিভির এক তথ্যচিত্রে।

রবিবার (২৭ মে) সকাল দশটায় সেই তথ্যচিত্র প্রকাশ করবে আল জাজিরা। তারই টিজার আল জাজিরা প্রকাশ করেছে শনিবার। নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত ওই ভিডিও-তে দেখা যাচ্ছে, রবিন মরিস নামের এক ম্যাচ ফিক্সার স্টিং অপারেশনে ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করছেন। রবিন মরিস মুম্বাইয়ের বাসিন্দা। ভিডিওটিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তিতে তিনি দাবি করেছেন, গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচে ফিক্সিং হয়েছিল। 

৩০৪ রানে সেই ম্যাচে জয় পায় ভারত। লুকনো ক্যামেরার সামনে মরিস স্বীকার করেছেন, সেই ম্যাচের আগে তারা কিউরেটরকে পছন্দমতো উইকেট তৈরির বরাত দিয়েছিলেন। আল জাজিরার এমন দাবিতে নড়েচড়ে বসেছে আইসিসি। ক্রিকেটের গভর্নিং বডি চাপে পড়ে শেষমেশ এই ব্যাপারে তদন্তের সিদ্ধান্ত হয়েছে।

মোট দুটি ম্যাচে ফিক্সিংয়ের কথা স্বীকার করেছেন মরিস। ২০১৬ আগস্টে আয়োজিত শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচও রয়েছে তালিকায়। মরিস আরও জানিয়েছেন, চলতি বছরের শেষে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ম্যাচেও ফিক্সিংয়ের পরিকল্পনা রয়েছে তাদের। আল জাজিরার দাবি,  তাদের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য তুলে দিয়েছেন মরিস। যেমন- মরিসের দাবি, তাদের ইচ্ছেমতো তারা উইকেট তৈরি করে নিতে পারে। এক্ষেত্রে শুধু কিউরেটরের কাছে নির্ধারিত অর্থ পৌঁছে দিতে পারলেই কাজ হাসিল। 

মরিস আরও জানিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের জেতা ম্যাচ থেকে তাদের রেকর্ড অঙ্কের মুনাফা হয়েছে। ২০১৭ ভারত-শ্রীলঙ্কা ম্যাচে গলের কিউরেটর ছিলেন থরঙ্গা ইন্দিকা। ভিডিওতে তাকেও বলতে শোনা যাচ্ছে, টেস্ট ম্যাচ কতদিন গড়াবে সেটাও অনেক সময় তাদের উপর নির্ভর করে। কিউরেটর চাইলে ফিক্স হওয়া ম্যাচ আড়াই বা চার দিনে শেষ হয়ে যেতে পারে। পুরোটাই পিচ প্রস্তুতকারকের কারসাজি বলে দাবি তার।

ভিডিওতে মরিস নিজেকে প্রাক্তন ক্রিকেটার বলে দাবি করেছেন। আল জাজিরা এই তথ্যচিত্রের নাম দিয়েছে- 'ক্রিকেটস ম্যাচ ফিক্সারস'। এমন বিস্ফোরক স্টিং অপারেশনের পর স্বাভাবিকভাবেই আইসিসি দুর্নীতিদমন শাখার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

উইকেট ‘ডক্টরিং’ করায় ৩৭ হাজার ডলার পেয়েছিলেন থারাঙ্গা ইন্ডিকা। পাশাপাশি নিজেদের পক্ষে ফল আসায় ৩০ শতাংশ উইনিং বোনাসও পেয়েছিলেন।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ