ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়াল-লিভারপুল মহারণ, ইতিহাস যাদের পক্ষে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৬, ২০১৮, ০২:৫০ পিএম আপডেট: মে ২৬, ২০১৮, ১০:১৩ এএম
রিয়াল-লিভারপুল মহারণ, ইতিহাস যাদের পক্ষে

শনিবার (২৬ মে) রাত পৌনে একটায় গোটা ফুটবলবিশ্বের চোখ থাকবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের দিকে। রাশিয়া বিশ্বকাপের কারণে এবারের চ্যাম্পিয়ন্স লিগে কিছুটা ভাটা পড়লেও মর্যাদার বিবেচনায় এর ফাইনাল হবে বছরের দ্বিতীয় সেরা ম্যাচ।

রিয়াল নাকি লিভারপুল, কে হচ্ছে এবারের ইউরোপের সেরা ক্লাব? জানতে হলে অবশ্যই উপস্থিত হতে হবে ইউক্রেনের রাজধানী কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে। না হয় সনি টেন-২ এ সরাসরি সম্প্রচার দেখতে হবে। 

এদিকে ১৯৯২ সালের পর লিভারপুল সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ২০০৫-০৬ মৌসুমে। তার আগে জিতেছে ১৯৭৬-৭৭, ১৯৭৭-৭৮, ১৯৮০-৮১ ও ১৯৮৩-৮৪। চ্যাম্পিয়ন্স লিগের আধুনিক যুগে একবারই তারা শিরোপা জিতেছে। তাও ১৩ বছর আগে। এবার তাদের সামনে আধুনিক যুগের দ্বিতীয় সব মিলিয়ে পঞ্চম শিরোপা জয়ের হাতছানি।

অন্যদিকে রিয়াল মাদ্রিদের মোটে ১২ বার শিরোপা জিতেছে। তারা ইউরোপিয়ান কাপ জিতেছে ছয়বার (১৯৫৫-৫৬, ১৯৫৬-৫৭, ১৯৫৭-৫৮, ১৯৫৮-৫৯, ১৯৫৯-৬০ ও ১৯৬৫-৬৬)। ১৯৯২ সালে চ্যাম্পিয়ন্স লিগ নামকরণ হওয়ার পরও তারা জিতেছে ছয়বার (১৯৯৭-৯৮, ১৯৯৯-২০০০, ২০০১-০২, ২০১৩-১৪, ২০১৫-১৬ ও ২০১৬-১৭)। সবশেষ চার আসরে জিতেছে তিনবার। এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সুযোগ। সব মিলিয়ে ত্রয়োদশ শিরোপা জয়ের হাতছানি।

যুদ্ধের জন্য প্রস্তুত দুই দলের খেলোয়াড়েরা।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-লিভারপুলের লড়াই নতুন কিছু নয়। এবার নিয়ে ইউরোপের সেরা ক্লাবের আসরে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে ষষ্টবারের মত। সর্বপ্রথম ১৯৮১ সালে এই আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেবার রিয়ালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা যেতে লিভারপুল। দুই দলের মধ্যকার এটাই এখন পর্যন্ত একমাত্র ফাইনাল।

এরপর ২০০৯ সালের নক-আউট পর্বে আবারো দেখা হয় দুই দলের। দুই ম্যাচেই হারে রিয়াল। একবার ১-০ আর একবার ৪-০ গোলে। দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে রিয়ালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সেবার উঠেছিল লিভারপুল। পরের দুই লড়াইয়ে অবশ্য জিতেছে রিয়েল।  ২০১৪ সালের গ্রুপ পর্বের দুই ম্যাচে ৩-০ আর ১-০ গোলে  জিতেছিল রিয়াল ।

সব মিলিয়ে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে লিভারপুল। অর্থাৎ খাতা-কলম কিংবা শক্তি বিবেচনায় রিয়াল এগিয়ে থাকলেও ইতিহাস বলছে লিভারপুলও কম যায় না।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ