ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইপিএলে অবিশ্বাস্য সেরা পাঁচ ক্যাচ


গো নিউজ২৪ | আব্দুস ছালাম প্রকাশিত: মে ২৫, ২০১৮, ০৪:০৭ পিএম আপডেট: মে ২৫, ২০১৮, ১০:২৫ এএম
আইপিএলে অবিশ্বাস্য সেরা পাঁচ ক্যাচ

প্রায় শেষের পথে একাদশতম আইপিএল। মাত্র দুটি ম্যাচ বাকি। আর এবারের আইপিএলের অন্যতম চর্চিত বিষয় হলো ক্যাচ। প্রায় প্রতি ম্যাচেই কিছু না কিছু অসাধারণ ক্যাচের সাক্ষী থেকেছেন দর্শকরা। তবে অসধারণের মধ্যে থেকেই সেরা পাঁচটি ক্যাচ বেছে নিল গোনিউজ। এক ঝলকে দেখে নেয়া যাক সেই ক্যাচগুলো।

স্পাইডারম্যানের ক্যাচ

এবি ডি ভিলিয়ার্স: অবশ্যই বলতে হবে এবি ডি ভিলিয়ার্সের ‘স্পাইডারম্যান’ ক্যাচের কথা। একেবারে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে মাটি থেকে বেশ খানিকটা লাফিয়ে এক হাতে ধরা ক্যাচটা সত্যিই এখন পর্যন্ত অন্যতম সেরা।

ট্রেন বোল্টের অসাধরণ ক্যাচ

ট্রেন্ট বোল্ট: দিল্লি এবং ব্যাঙ্গালুরুর ম্যাচে ব্যাট করছেন বিরাট কোহলি। ফুলটস বল আসলে সজোরে লেগে ঘুরান তিনি। নিশ্চিত ছিলেন যে এটা ছয় হবে। কিন্তু উড়ন্ত মানুষের মত লাফিয়ে সেই ক্যাচটা ধরে নিলেন ট্রেন্ট বোল্ট। এবারের আসরে দ্বিতীয় সেরা ধরা হয় তার ক্যাচটিকে।

সাকিব এভাবেই শিকার করেন ক্রিস লিনকে!

সাকিব আল হাসান: বল করেছিলেন কলকাতার বিপক্ষে। ব্যাটসম্যান ক্রিস লিন। পরপর ২টি চার মেরে চাপে রেখেছিলেন বাংলার অলরাউন্ডারকে। কিন্তু পরের বলটিতে সাকিবের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সেই ক্যাচটি অসাধ্য হলেও ধরে ফেলেন সাকিব। তাই সাকিবের ক্যাচটি এবারের সেরা ক্যাচের তালিকায় স্থান পেয়েছে।

কোহলির অসাধরণ ক্যাচের মুহুর্ত

বিরাট কোহালি: বেঙ্গালুরুর অধিনায়ক কোহালিও উঠে এসেছেন সেরা ক্যাচের তালিকায়। কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিককে এক অসাধারণ ক্যাচে ফিরিয়েছিলেন বিরাট। ম্যাচ অবশ্য জেতে নাইট রাইডার্স। 

নিজের সুনাম এভাবেই বজায় রাখলেন পাণ্ডিয়।

হার্দিক পাণ্ডিয়া: ভারতের একজন অন্যতম সেরা ফিল্ডার হিসেবে সব সময়েই শিরোনামে থাকেন হার্দিক। এবারের আইপিএলেও নিজের সুনাম বজায় রাখতে পেরেছেন তিনি। অসাধারণ এক ক্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরত পাঠান হার্দিক।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ