ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করছেন রোনালদিনহো!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৮, ০৭:৩৯ পিএম
একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করছেন রোনালদিনহো!

ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বিয়ের প্রচলন রয়েছে লাতিন আমেরিকায়। কিন্তু একসঙ্গে দুই নারীকে একই সময়ে বিয়ে করার ঘটনা খুব একটা শুনা যায় না। আর এই কাজটি যদি করেন বিশ্ব ফুটবলের কিংবদন্তি রোনালদিনহো। তখন সেটি খবরের শিরোনাম হবে এটাই স্বাভাবিক।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, একসঙ্গে নিজের দুই প্রেমিকাকে বিয়ে করতে যাচ্ছেন রোনালদিনহো। সবকিছু ঠিক থাকলে আগস্টেই বিয়ের কাজটি সেরে ফেলবেন সাবেক বর্ষসেরা এই ফুটবলার।

রোনালদিনহোর দুই বাগদত্তার নাম প্রিসিলা কোয়েলহো ও বেয়াত্রিজ সাউজা। ২০১৭ সালের ডিসেম্বর থেকেই তারা একসঙ্গে রোনালদিনহোর সাথে আছেন। ২০১৬ সাল থেকে বেয়াত্রিজের সাথে প্রেম করে যাচ্ছেন সাবেক এই বার্সা তারকা। আর প্রিসিলার সাথে প্রেমের সম্পর্ক ছলে দীর্ঘদিন ধরে।

সম্প্রতি দুই প্রেমিকাকে একই রকম পারফিউম, একই রকম জামা উপহার দিয়েছেন রোনালদিনহো। তাছাড়া দুই প্রেমিকা দৈনিক ১,৫০০ পাউন্ড ভাতাও পান। সেই অর্থ নিজেদের ইচ্ছেমত খরচ করে থাকেন তারা।

রোনালদিনহোর দুই প্রেমিকা

যদিও দু‘জন একসাথে থাকলে প্রায় ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তবে এমন কথা উড়িয়ে দিয়েছেন রোনালদিনহোর দুই প্রেমিকাই। দুইজন খুব সৌহার্দ্যপূর্ণভাবে সংসার করবেন বলে জানিয়েছেন তারা।

ব্রাজিলিয়ান সাংবাদিক লিও দিয়াসের মতে, গত বছরের জানুয়ারিতে দুই প্রেমিকা সাউজা এবং কোয়েলহোর হাত ধরে তাদের বিয়ের প্রস্তাব দেন রোনালদিনহো। তাদেরকে একই সঙ্গে এংগেজমেন্ট রিংও পরান তিনি।

এদিকে দুই নারীকে বিয়ে করার উদ্যোগে রোনালদিনহোর ওপর চটেছেন তার বোন ডেইসি। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, ভাইয়ের বিয়েতে আসবেন না তিনি। রোনালদিনহোর বোন না আসলেও ইতোমধ্যে বিয়ের অনুষ্ঠানে মিউজিক বাজানোর দায়িত্ব পড়েছে তার প্রতিবেশী বন্ধু গায়ক হোর্হে ভার্সিলোর উপর।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ