ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বন্ধুর সঙ্গে নতুন ঘরে যাচ্ছি: ইনিয়েস্তা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৮, ০২:১০ পিএম আপডেট: মে ২৪, ২০১৮, ০৮:১৬ এএম
বন্ধুর সঙ্গে নতুন ঘরে যাচ্ছি: ইনিয়েস্তা

বার্সেলোনার হয়ে ২২ বছর ক্যারিয়ারের বিদায়টা এরই মধ্যে নিয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা। শোনা যাচ্ছে, আর খেলবেন না স্পেনেও। তাহলে কোথায় যাচ্ছেন স্পেনের ইতিহাসের অন্যতম সেরা এই মিডফিল্ডার। মাঝখানে আলোচনা শোনা গিয়েছিল তিনি নাকি চীনে যাচ্ছেন। চীনের ক্লাব শংকিং দাংদাই লিফানই তাকে পাওয়ার জন্য চেষ্টা করছে বলেও গুঞ্জন উঠেছিল।

সব জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে বুধবার (২৩ মে) সেই প্রশ্নের জবাবটা দিয়ে দিলেন ইনিয়েস্তা নিজেই। টুইটারে জাপানি ‘বন্ধু’ হিরোশি মিকিতানির সঙ্গে উড়োজাহাজের একটি ছবি পোস্ট করেছেন। জাপানি ক্লাব ভিসেল কোবেই হতে যাচ্ছে ইনিয়েস্তার ‘নতুন ঘর’। জে-লিগের এই ক্লাবটির মালিক ইনিয়েস্তার সেই বন্ধু মিকিতানি।

জাপানে যাওয়ার পর দলটির মালিক হিরোশি মিকিতানির সঙ্গে তোলা ছবি টুইটারে পোস্ট করে এ কথা জানিয়েছেন ইনিয়েস্তা।

শেষ ম্যাচে বিদায়ী সংবর্ধনাও পেয়েছেন প্রাণের ক্লাবটির কাছ থেকে।

ইনিয়েস্তা বার্সার হয়ে শেষ ম্যাচে মনে রাখার মতো বিদায়ী সংবর্ধনাও পেয়েছেন প্রাণের ক্লাবটির কাছ থেকে। 

বন্ধুর সাথে ইনিয়েস্তা

মিকিতানির সঙ্গে উড়োজাহাজের ভেতরের ছবি টুইটারে পোস্ট করে ইনিয়েস্তা লিখেছেন, ‘বন্ধুর সঙ্গে নতুন ঘরে যাচ্ছি।’ উড়োজাহাজে ওঠার আগে ভিসেল কোবে মালিক মিকিতানিও ইনিয়েস্তার সঙ্গে তোলা ছবি টুইটারে পোস্ট করে লেখেন, ‘বন্ধুকে নিয়ে টোকিও ফিরছি।’

বিলিয়নিয়ার ব্যবসায়ী মিকিতানি বার্সার প্রধান স্পনসর রাকুতেনেরও প্রতিষ্ঠাতা। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইনিয়েস্তাকে নিজ দলে পাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিলেন মিকিতানি। বার্সার হয়ে ৬৭৪ ম্যাচ খেলে ২২ শিরোপাজয়ী এই মিডফিল্ডারকে ভিসেল কোবে সমর্থকেরাও দারুণ ইতিবাচকভাবে বরণ করে নিয়েছে। মিকিতানি ও ইনিয়েস্তার ছবি রি-টুইট করেছেন জাপানের অনেক ফুটবলমোদী। ইনিয়েস্তাকে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে ভিসেলে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, ক্লাবটির সঙ্গে তিন বছরের চুক্তি করবেন ইনিয়েস্তা।

জে-লিগে ১৫ ম্যাচ শেষে ষষ্ঠ ভিসেল কোবেতে সতীর্থ হিসেবে পোডলস্কিকে পাচ্ছেন ইনিয়েস্তা। জার্মানির সাবেক এই ফরোয়ার্ড গত বছর গ্যালাতসারে থেকে যোগ দেন ভিসেলে। ইনিয়েস্তার শৈশবের নায়ক মাইকেল লাউড্রপও ১৯৯৬-৯৭ মৌসুমে খেলেছেন এই ক্লাবে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ঘুরে ১৯৯৬ সালে ভিসেলে যোগ দিয়েছিলেন ডেনিশ এই কিংবদন্তি। এ ছাড়াও ব্রাজিলের কিংবদন্তি জিকো এবং ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকারও খেলেছেন জাপানের ঘরোয়া ফুটবলে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ