ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আলভেসের পর ইনজুরিতে আরেক ব্রাজিল তারকা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৪, ২০১৮, ০৯:৫৬ এএম
আলভেসের পর ইনজুরিতে আরেক ব্রাজিল তারকা

১টি বল, ৩২ দলের যুদ্ধ। হিসাব বলছে, আর মাত্র ২১ দিন পরই শুরু ফুটবলের এই মহাযজ্ঞ। সময় সীমিত থাকায় অংশগ্রহণকারী দলগুলো সেরে নিচ্ছে শেষ মুর্হুতের প্রস্তুতি। কাটিয়ে তুলছেন নিজেদের অভ্যন্তরীণ সমস্যা।

তবে দুঃখের ব্যাপার হলো, শেষ মুর্হুতে এসেও অংশগ্রহণকারী বেশ কিছু খেলোয়াড়কে পড়তে হচ্ছে ইনজুরিতে। যা নিতান্তই কষ্টের। তেমনই বুধবার (২৩ মে) জানা যায়, আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরোর ইনজুরির বিষয়টি। যদিও ব্যাপারটি ধোঁয়াশা ভরপুর। এমনকি ইনজুরির সংবাদ ভাইরাল হওয়ার পর রোমেরোর স্ত্রীর পক্ষ থেকে জানানো হয়,‘ইনজুরি মোটেও গুরুতর নয়। দুই সপ্তাহের মধ্যে সেরে উঠবেন তিনি। অংশ নিবেন বিশ্বকাপ।’

সেই ধোঁয়াশার রেশ কাটতে না কাটতে এবার জানা গেল, ব্রাজিল দলের আক্রমণভাগের অন্যতম সেরা খেলোয়াড় ডগলাস কস্তা ইনজুরিতে পড়েছেন। বুধবার দলের অনুশীলনের সময় উরুর পেশিতে টান পড়ে তার। সাথে সাথে অনুশীলন বন্ধ করে দেন তিনি। বড় রকমের ঝুঁকি পরীক্ষা করে দেখা যায় চোট এতটা গুরুতর নয়।

এ বিষয়ে ব্রাজিল ফুটবল দলের ফিজিও রদ্রিগো লাসমার জানিয়েছেন, ‘কিছুদিন বিশ্রামে এই ব্যাথা সেরে যাবে। সে বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচটি মিস করতে পারে কিন্তু বিশ্বকাপের আগে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’

প্রসঙ্গত, এর আগে ইনজুরিতে পড়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় ব্রাজিল ডিফেন্ডার দানি আলভেসের। কমপক্ষে তিনমাসেরও বেশি সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ