ঢাকা রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

চেন্নাই বনাম হায়দরাবাদ লড়াইয়ে নজর থাকবে যাদের দিকে


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: মে ২২, ২০১৮, ১১:১০ এএম
চেন্নাই বনাম হায়দরাবাদ লড়াইয়ে নজর থাকবে যাদের দিকে

আইপিএল সিজন ইলেভেনের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে লিগ টেবিলের প্রথম ও দ্বিতীয় দল। সর্বশেষ তিন ম্যাচ হেরেও টেবিলের শীর্ষে থেকে মাঠে নামবে হায়দরাবাদ। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে চেন্নাই। মাঠে নামার আগে এক নজরে দেখে নেয়া যাক হাইভোল্টেজ ম্যাচটিতে পার্থক্য গড়ে দিতে পারেন যারা।

আম্বাতি রাইডু: রাইডু হায়দরাবাদের বিপক্ষে তিনটি ম্যাচ সেরার পুরস্কার পায় যার মধ্যে চলমান আসরে ২টি। চলমান আসরে সাকিবদের বিপক্ষে দুই দেখায় দুইবারই রাইডুর দাপটে হেরেছে হায়দরাবাদ। মুম্বাইয়ের বিপক্ষে সর্বোচ্চ চারটি ম্যাচ সেরার পুরস্কার জেতার রেকর্ড আছে রাইডুর। চেন্নাইয়ের এই টপ অর্ডার ব্যাটসম্যান হায়দরাবাদের বিপক্ষে ৯ খেলায় ৫৫ গড়ে করেন ৩৮৫ রান। টি-২০ ফরম্যাটে রাইডুর একমাত্র শতকটিও হায়দরাবাদের বিপক্ষে। পরফরম্যান্স জানান দেয় আজও হায়দরাবাদের বিপক্ষে জ্বলে উঠতে পারে রাইডুর ব্যাট।

ডোয়াইন ব্রাভো: হায়দরাবাদের বিপক্ষে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ব্রাভো। ব্রাভো ব্যতিত হায়দরাবাদের বিপক্ষে একমাত্র মোহিত শর্মা ১৪ উইকেট শিকার করেন। ব্যাটে-বলে সমান পারদর্শী এই অলরাউন্ডার আজ হায়দরাবাদের জয়ে সবচেয়ে বড় বাঁধা হতে পারে। 

ধোনি:  সানরাইজার্সদের বিপক্ষে ১২ ম্যাচে ৩৮৬ রান করা ধোনির গড় ৬৪.৩৩। চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ক্রিকেটার। নিজের দিনে যে কোন দলের জন্য ভয়ঙ্কর ধোনি।

ভুবনেশ্বর কুমার: চেন্নাইয়ের বিরুদ্ধে আট ম্যাচে ভুবির শিকার সাত উইকেট। ইকোনমি মাত্র ৭.৫। চেন্নাইয়ের টপ অর্ডারদের আজ ভালোই পরীক্ষা নিতে পারেন ভারতের এই পেসার। 

শিখর ধাওয়ান: ভারতের এই ওপেনার আইপিএল ক্যারিয়ারে চেন্নাইয়ের বিপক্ষে করেন ৫২৭ রান। দুর্দান্ত ফর্মে থাকা ধাওয়ান হতে হায়দরাবাদের ব্যাটিং অর্ডারের সবচেয়ে বড় অস্ত্র।

চেন্নাইয়ের বিপক্ষে রশিদ ও সাকিবের রেকর্ড খুব বেশি ভালো না হলেও বর্তমান সময়ে দারুণ ফর্মে রয়েছেন এই দুই বোলার। হায়দরাবাদের তুরুপে তাস হতে পারে এরা দু’জন। 

প্রসঙ্গত, বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। -ক্রিক ট্যা.  

গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ