ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মাঠে ফিরেই রোনালদোর চমক


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২০, ২০১৮, ১১:১৬ এএম
মাঠে ফিরেই রোনালদোর চমক

জোড়া গোলে এগিয়ে থেকেও ভিয়ারিয়ালের বিপক্ষে ড্র করে স্প্যানিশ লিগের অভিযান শেষ করলো রিয়াল মাদ্রিদ৷

রিয়ালের হয়ে প্রথমার্ধে ১১ ও ৩২ মিনিটে গোল দুটি করেন বেল ও ক্রিশ্চিয়ানো রোনালদো৷ এল ক্লাসিকোতে চোট পাওয়ার পর মাঠে ফিরেই গোলের দেখা পায় সিআর সেভেন৷ লিভারপুলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার আগে এই গোল নিঃসন্দেহে রোনালদোকে বাড়তি অক্সিজেন জোগালো বলা চলে৷

ম্যাচ ড্র করায় ৭৬ পয়েন্ট নিয়ে থার্ড বয় হয়ে ঘরোয়া লিগ শেষ করল রোনালদো-বেনজেমারা৷ এই ম্যাচ জিতে ৭৮ পয়েন্টে সংগ্রহ করলে দ্বিতীয়স্থানে শেষ করার সুযোগ থাকত রিয়ালের৷ সেক্ষেত্রে অবশ্য অ্যাটলেটিকো তাদের শেষ ম্যাচ হারলে তবেই দু’নাম্বারে উঠে আসতো (৭৮ পয়েন্ট হলে গোল পার্থক্যে অ্যাটলেটিকোর থেকে এগিয়ে থাকাত রোনালদোরা) রিয়াল৷ দুই গোলে এগিয়ে থেকে ম্যাচ ড্র করে সেই সুযোগ হাতছাড়া করলো স্প্যানিশ জায়েন্টরা৷ অন্যদিকে ৩৮ ম্যাচ শেষে ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় পঞ্চমস্থানে শেষ করল ভিয়ারিয়াল৷

ম্যাচটির ১১ মিনিটে লুকা মদ্রিচের পাস থেকে ডান পায়ের শটে রিয়ালের হয়ে প্রথম গোল বেলের৷ বক্সের মধ্যে দুই ডিফেন্ডারের মধ্যদিয়ে বল জালে জড়িয়ে দেন ওয়েলস তারকা৷ এর আগে ব়্যামস ও রোনালদোর দুটি নিশ্চিত গোল আটকান ভিয়ারিয়াল গোলকিপার আন্দ্রেস ফার্নান্ডেজ৷ ৩২ মিনিটে এরপর মার্সেলোর ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো৷

দ্বিতীয়ার্ধে অবশ্য রিয়ালের প্রতিরোধ নজর কাড়তে ব্যর্থ৷ ডিফেন্স চিড়ে ৭০ মিনটে ভিয়ারিয়ালের হয়ে ব্যবধান কমান রজার মার্টিনেজ৷ ম্যাচের শেষ লগ্নে ৮৫ মিনিটে ভিয়ারিয়ালকে ম্যাচ ফিরিয়ে স্কোরলাইন ২-২ করে সামু৷

স্প্যানিশ লিগের শেষ ম্যাচে রিয়ালের জার্সিতে তেকাঠির নিচে জিদান পুত্র লুকার অভিষেক হয়৷ রিয়ালের তরুণ এই গোলকিপারকে হ্যান্ডসেক দূরত্বের বোকা বানিয়েই শেষ গোলটি করে রিয়ালের বিরুদ্ধে ম্যাচ ড্র করেন সামু৷ অন্যদিকে ভিয়ারিয়েল গোলরক্ষক আন্দ্রেস বেশ কয়েকটি দুর্দান্ত সেভ না করলে বড় ব্যবধানে জিততে পারত রোনালদোরা৷

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ