ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণ ক্রিকেটারদের ফেসবুক আসক্তি নিয়ে যা বললেন মাশরাফি


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: মে ১৬, ২০১৮, ১২:৩৫ পিএম
তরুণ ক্রিকেটারদের ফেসবুক আসক্তি নিয়ে যা বললেন মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের আইকনিক নাম। দেশের যে কোন সমস্যা নিয়ে কথা বলেন তিনি। দেশ বাসীকে সর্বদা দেশকে ভালবাসার অনুরোধ করেন, অনুপ্রেরণা দেন। দেশের ভবিষ্যত ক্রিকেটারদের অভিভাবক হিসেবে ছায়ার মতো কাজ করে নড়াইল এক্সপ্রেস। 

সম্প্রতি বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের অসক্তি নিয়ে কথা বলেন মাশরাফি। তিনি বলেন,‘যেসব তরুণ ক্রিকেটার ফেসবুক ব্যবহার করে, তাদের প্রশংসা-সমালোচনা দুটোই মেনে নিতে হবে। নয়তো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করাই ভালো। যে জিনিস মনোযোগে ব্যাঘাত ঘটায়, সেটা ব্যবহার না করাই বুদ্ধিমানের কাজ। দেখা যায়, কারও খারাপ পারফরম্যান্সের জন্য বাংলাদেশ হেরে গেলে তার পরিবারের সদস্যদেরও রেহাই দেওয়া হয় না। তাদের নিয়ে বাজে মন্তব্য শুরু হয়ে যায়। আসলে আমাদের মানসিকতার পরিবর্তন ভীষণ জরুরি। একটা ছেলে খারাপ খেললে তাকে নিয়ে সমালোচনা হতে পারে। কিন্তু এখানে তার পরিবার আসবে কেন? গালিগালাজ হবে কেন? কোনও কোনও তরুণ ক্রিকেটার হয়তো সমালোচনা মেনে নিতে পারে। তবে কেউ মেনে নিতে না পারলে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করাই ভালো।’

প্রসঙ্গত, গত কয়েক বছর যাবত জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্থার শিকার হয়েছেন। কেউবা, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ছেন। যা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করে।   

গোনিউজ২৪/টিআই
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ