ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিুটবল বিশ্বকাপ নিয়ে ৩০টি তথ্য


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ১৫, ২০১৮, ০২:৩০ পিএম আপডেট: মে ১৫, ২০১৮, ০৮:৩০ এএম
ফিুটবল বিশ্বকাপ নিয়ে ৩০টি তথ্য

দরজায় কড়া নাড়ছে ২১তম রাশিয়া বিশ্বকাপ। আর মাত্র এক মাস, এরপরই শুরু বিশ্বকাপের উৎসব। ১৯৩০ সালে উরুগুয়েতে শুরু এই বিশ্বকাপ এখন পরিচিত ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবেই। কত-না বিচিত্র ইতিহাস, বিচিত্র ঘটনা-প্রবাহের সাক্ষী বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এই ক্রীড়া-উৎসব। নিচের ৩০টি তথ্য আপনার চোখের সামনে তুলে ধরতে পারে গোটা বিশ্বকাপটাকেই।

১-এই প্রথম রাশিয়া বিশ্বকাপ আয়োজন করছে। 
২-মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে পারেনি ইতালি। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পর দুজন কোচ ছাঁটাই করেছে সৌদি আরব। 
৩-সবচেয়ে বেশিবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। 
৪-মাত্র ৪টি দল এক বিশ্বকাপের সব ম্যাচ জিতেছে। উরুগুয়ে (১৯৩০,৪), ইতালি (১৯৩৮,৪), ব্রাজিল (১৯৭০,৬ এবং ২০০২,৭) ! 
৫-এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড রাশিয়ার ওলেগ সালেনকোর (১৯৯৪, প্রতিপক্ষ ক্যামেরুন)। 
৬-৬টি স্বাগতিক দল বিশ্বকাপ জিতেছে। 
৭-বিশ্বকাপে অন্তত ১০ গোল করেছেন ৭ জন খেলোয়াড়। সবচেয়ে কম সময়ে হ্যাটট্রিকের রেকর্ড। ১৯৮২ সালে এল সালভাদরের বিপক্ষে ৫৯ থেকে ৭৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন হাঙ্গেরির লাস্লো কিস। 
৮-মাত্র আটটি দল বিশ্বকাপ জিতেছে। 
৯-বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ১৯৮২ বিশ্বকাপে এল সালভাদরকে ১০-১ গোলে হারিয়েছিল হাঙ্গেরি।
১০-এশিয়ার একমাত্র দল হিসেবে ১০টি বিশ্বকাপে অংশ নিচ্ছে দক্ষিণ কোরিয়া। 
১১ বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল হাকান সুকুরের। ২০০২ সালে তুর্কির এই খেলোয়াড় ম্যাচের ১১ সেকেন্ডে গোল করেছিলেন। 
১২ এবার ১২টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা। 
১৩-এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল ফ্রান্সের জাঁ ফন্টেইন। 
১৪-বিশ্বকাপে সর্বশেষ ১৪ ম্যাচে স্পেন ড্র করেনি। 
১৫-ইংল্যান্ড ও ফ্রান্সের এটি ১৫ তম বিশ্বকাপ। 
১৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার গোল। 
১৭-টানা জয়হীন থাকার রেকর্ড। ১৯৬২ থেকে ১৯৯৪ পর্যন্ত টানা ১৭ ম্যাচ জয় পায়নি বুলগেরিয়া। 
১৮-বিশ্বকাপে ১৮টি ম্যাচ খেলেছে কলম্বিয়া। প্রত্যেক ম্যাচেই অন্তত একটি গোল হয়েছে। 
১৯-দক্ষিণ আফ্রিকা বাদে বাকি ১৯ স্বাগতিক দল দ্বিতীয় পর্ব খেলেছে। 
২০-বিশ্বকাপজয়ী দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে জার্মানি (২০)। সবচেয়ে কম জয় উরুগুয়ের (২০)। 
২১ একমাত্র দল হিসেবে ২১টি বিশ্বকাপেই খেলছে ব্রাজিল। 
২২ সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের টনি মিওলা (১৯৯০, প্রতিপক্ষ চেকোস্লোভাকিয়া) 
২৩-ফাইনাল না খেলে এক টুর্নামেন্টে সর্বোচ্চ গোলের রেকর্ড ফ্রান্সের (১৯৫৮)। সবচেয়ে বেশি ম্যাচ খেলে গ্রুপ পর্ব পার হতে না পারার রেকর্ড স্কটল্যান্ডের। 
২৪-বিশ্বকাপের শেষ চারে ওঠা দলের সংখ্যা। 
২৫-বিশ্বকাপে সবচেয়ে বেশি হার মেক্সিকোর। 
২৬- ২০৩৮ সালে অনুষ্ঠিত হবে ২৬তম বিশ্বকাপ। সেটি হবে বর্তমান ট্রফিতে শেষ বিশ্বকাপ, এরপর আর বিজয়ীর নাম লেখার জন্য কোনো স্থান বাকি থাকবে না এ ট্রফিতে।
২৭-বিশ্বকাপে ডেনমার্কের গোল সংখ্যা, সবগুলোই এসেছে ডি-বক্সের মধ্য থেকে। 
২৮-সবচেয়ে লাল কার্ড দেখানো হয়েছে ২০০৬ সালে। 
২৯-১৪ বিশ্বকাপে স্পেনের জেতা ম্যাচ। 
৩০-বিশ্বকাপে ব্রাজিল (১১), আর্জেন্টিনা (১০) ও উরুগুয়ের পাওয়া কার্ডের সমষ্টি।

বোনাস: বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বড় ব্যবধানের জয় অস্ট্রেলিয়ার। আমেরিকান সামোয়াকে ২০০১ সালে ৩১-০ ব্যবধানে হারিয়েছিল দলটি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ