ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গেইল-ডি ভিলিয়ার্সদের বিপদের বন্ধু ‘ব্যাটম্যান’


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৮, ০৬:৫৫ পিএম আপডেট: এপ্রিল ৩০, ২০১৮, ১২:৫৫ পিএম
গেইল-ডি ভিলিয়ার্সদের বিপদের বন্ধু ‘ব্যাটম্যান’

ব্যাটম্যান’! হ্যাঁ এই নামের তাকে চেনে ক্রিকটারেরা৷ সিনেমার গৌতম সিটির রক্ষাকর্তার চেয়ে এই ব্যাটম্যান কোনো অংশ কম নয়৷ পার্থক্য শুধু সিনে পর্দায় ব্যাটম্যান চরিত্র গৌতম সিটির মানুষদের বিপদের হাত থেকে রক্ষা করেন আর এই ব্যাটম্যান রক্ষা করেন ক্রিকেটারদের৷

মুহূর্তে ক্রিকেট ব্যাট ঠিক করে দিতে হবে৷ এমন ‘আবদার কাম অর্ডার’ আসলে নিমেষে ক্রিকেট ব্যাট হাতে নিজেই তা মেরামত করতে বসে যান আসলাম চৌধুরি৷ কর্মচারী নন, আদতে তিনি দক্ষিণ মুম্বাইয়ের ব্যাট প্রস্তুতকারক দোকান আসরাফ ব্রাদার্সের মালিক৷ আইপিএল মৌসুম হাজির হলে কয়েক সপ্তাহের জন্য তার দোকানে ক্রিকেটারদের ব্যাট ঠিক করে দেয়ার চাহিদা থাকে তুঙ্গে৷ সেসময় ৬৫ বছরের আসলামই ক্রিকেটারদের কাছে হয়ে ওঠেন ত্রাতা৷

শচিন টেন্ডুলোর থেকে ক্রিস গেইল, স্টিভ স্মিথ থেকে ফাফ ডু’ প্লেসিস৷ অতীতে আইপিএলে খেলা তারকা ক্রিকেটারদের ব্যাট সারিয়ে দিয়েছেন এই ‘ব্যাটম্যান’৷ বর্তমানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান জেপি ডুমিনি’র তিনটি ব্যাট ঠিক করতে ব্যস্ত আসলাম৷

আইপিএলের সময়ে তার ব্যস্ততা প্রসঙ্গে বলতে গিয়ে আসলাম জানিয়েছেন,‘আইপিএলে সবাই ব্যাটিং ঝড় দেখতে যান৷ ব্যাটসম্যানরাও গায়ের জোরে মাঠের বাইরে ছক্কা হাঁকাতে চান৷ পুরনো দিনের মতো এখনকার ব্যাটগুলো ওত মজবুত নয় বলে অনেক ক্ষেত্রেই ভেঙে যায়৷’

সঙ্গে তিনি আরো বলেন, ‘আর সেই ভাঙা ব্যাট সারিয়ে দেওয়ার অর্ডার আসলে সেটা দ্রুত মেরামত করে দিতে হয়৷ ফ্রাঞ্চাইজি ক্রিকেটের যুগে ক্রিকেটারদের এক শহর থেকে ছুটে যেতে হয় অন্য শহরে৷ তাই ব্যাট মেরামতির জন্য কেউই যথেষ্ট সময় দিতে চান না৷ আইপিএলের সময়ই তাই আমাদের ব্যস্ততা তুঙ্গে থাকে৷ ডেডলাইন মেনে সকলেরই ব্যাট সারিয়ে দিতে হয়৷’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ