ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিল্লির বিপক্ষে গেইলের পাঞ্জাব একাদশে পরিবর্তন


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: এপ্রিল ২৩, ২০১৮, ১১:৪৩ এএম
দিল্লির বিপক্ষে গেইলের পাঞ্জাব একাদশে পরিবর্তন

গেইল দলে ফেরার পর আইপিএলের একাদশ আসরে ফর্মের তুঙ্গে রয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।পাঁচ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে দলটি। অন্যদিকে দিল্লি ডেয়ারডেভিরস রয়েছে টেবিলের তলানিতে।ব্যাটিং শক্তিধর পাঞ্জাব আজ বোলিং শক্তি বাড়াতে একাদশে আনতে পারে পরিবর্তন। পিঠের হালকা ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারো মাঠে ফিরতে পারে মোহিত শর্মা। একাদশ থেকে ছিটকে পড়তে পারে অঙ্কিত রাজপুত। 

বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দিল্লির ফিরোজ শাহ কোটলার স্টেডিয়ামে মাঠে নামবে দু’দল। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি চ্যানেল নাইনসহ স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
মাঠে নামার আগে দেখে নেওয়া যাক আজ কেমন মহতে পারে পাঞ্জাবের রণকৌশল।

পরিবর্তন
ছন্দে থাকা পাঞ্জাব একাদশে আজ একটি পরিবর্তন আসতে পারে। পেসার মোহিত শর্মা ইনজুরি কাটিয়ে দলে ফিরবেন সেক্ষেত্রে বাদ পড়তে হবে গত ম্যাচের একাদশে সুযোগ পাওয়া অঙ্কিত রাজপুতকে।

পজিশন
ওপেনিংয়ে থাকবেন সময়ের সেরা দুই হার্ড হিটার ব্যাটসম্যান ক্রিস গেই ও লোকেশ রাহুল। দু‘জনই দূর্দান্ত ফর্মে রয়েছেন। তিন নাম্বারে যথারীতি থাকবেন মায়াঙ্কা আগারওয়াল। মিডল অর্ডারে অভিজ্ঞ যুবরাজ সিংয়ের সাথে থাকবেন তরুণ করুণ নায়ার। শেষ দিকে আছেন পাওয়ার হিটার অ্যারন ফিঞ্চ। আন্ড্রে টাই, মুজিব-উর রহমান, মোহিত শর্মা ও লেগ-অফ স্পিনার অশ্বিনকে নিয়ে পাঞ্জাবের রয়েছে দারুণ একটি  বোলিং ইউনিট।

অধিনায়ক 
রবিচন্দ্রন অশ্বিন।

নজর থাকবে যাদের দিকে
চলমান আইপিএলে সবচেয়ে ধরাবাহিক ব্যাটসম্যানের নাম ক্যারিবিয়ান টর্নেডো খ্যাত ক্রিস গেইল। টানা তিন ম্যাচে গেইল নৈপূন্যে জয় পায় পাঞ্জাব। আজও খর্ব শক্তির দিল্লির বিপক্ষে ম্যাচের বড় পার্থক্য গড়ে দিতে পারে গেইল। অন্যদিকে বল হাতে আফগানি বিস্ময় বালক মুজিব পাওয়ার প্লে‘তে অসাধারণ বোলিং করে থাকেন। ইকোনমির পাশাপাশি উইকেট টেকিং বল করে শুরুতেই যে কোন দলকে চাপে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে মুজিব।দিল্লির সবচেয়ে বড় দূশ্চিন্তার কারণ হতে পারে এই দু‘জন।

হেড টু হেড
ম্যাচ- ২১
কিংস ইলেভেন পাঞ্জাব-১২
দিল্লি ডেয়ারডেভিলস-৯

বিদেশি কোটায় ৪ ক্রিকেটারঃ ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, আন্ড্রে টাই, মুজিব-উর রহমান। 

পাঞ্জাবের সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, যুবরাজ সিং, অ্যারন ফিঞ্চ, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), আন্ড্রে টাই, মোহিত শর্মা, বারিন্দ্রার স্রান, মুজিব-উর রহমান।  

গোনিউজ২৪/টিআই    
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ