ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে মেসি-রোনালদো নয়, আলো ছড়াবে অন্যরা: নেইমার


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ০৯:১৯ পিএম
বিশ্বকাপে মেসি-রোনালদো নয়, আলো ছড়াবে অন্যরা: নেইমার

আর ৫৫ দিন পরেই রাশিয়ার মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ বিশ্বকাপ ফুটবল। যেখানে একটি সোনালী ট্রফির জন্য লড়াইয়ে নামবে ৩২টি দেশ। সেখানে মেসি, নেইমার, রোনালদোদের মতো রথী মহারথীরা মাঠ কাঁপিয়ে বেড়াবেন, এটাই সবার ধারণা। কিন্তু নেইমার বলছেন ভিন্ন কথা।

বার্সেলোনা থেকে পিএসজি যাওয়া এই তারকা বর্তমান পায়ের ইনজুরি থেকে সেরে উঠতে পুর্নবাসনের মধ্যে আছেন। অস্ত্রোপচার শেষে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। বিশ্বকাপের আগেই মাঠে ফিরবেন। তাকে ঘিরেই ষষ্ঠ শিরোপার স্বপ্নজাল বুনছে ব্রাজিলিয়ানরা। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর নেইমারকেই ধরা হয় বিশ্বফুটবলের সুপারস্টার। সেই নেইমার জানালেন, মেসি-রোনালদো নয় রাশিয়ায় এবারের বিশ্বকাপ মাতাবেন তিনি নিজে এর বাইরে নাম বলেছেন কুতিনহো-সালাহদের মতো তরুণ ফুটবলাররা।

গত এক দশক ধরে মেসি-রোনালদোর হাতেই ঘুরে ফিরে উঠছে ব্যালন ডি’অর। দু’জনেই শাসন করছেন ফুটবল বিশ্ব। স্বভাবতই রাশিয়ায় অপ্রতিদ্বন্দ্বী এ দুই গ্রেটের দিকে চোখ থাকবে সবার। দুইজনের যে বয়স, তাতে এটাই হতে যাচ্ছে তাদের শেষ বিশ্বকাপ। বিদায়ী টুর্নামেন্টে তাই আলো ছড়িয়ে স্মরণীয় করতে চাইবেন তারা।

কিন্তু নেইমার জানালেন অন্য কথা। তার চোখে এবারের বিশ্বকাপে যারা আলো ছড়াবেন, তাদের মধ্যে নেই মেসি কিংবা রোনালদো। বিশ্বের সবচেয়ে দামি এ ফুটবলারের তালিকায় আছেন ফিলিপ কুতিনহো, গ্যাব্রিয়েল জেসুস ও মোহাম্মদ সালাহর মতো খেলোয়াড়রা। তার কথায়, বিশ্বকাপে অনেক ভালো খেলোয়াড় আছে। সেরারাই এখানে সফল হবে। তবে কুতিনহো ও জেসুস খেলার পার্থক্য গড়ে দিতে পারে। আমি আশা করি তারা সেটা করবে। সালাহ যদিও বড় জাতীয় দলের হয়ে খেলছে না, কিন্তু বিশ্বকাপে সে ভালো করবে।

তিনি বলেন, ‘মিসরের মোহাম্মদ সালাহ অবাক করা পারফর্ম করবেন বলেও মনে করেন নেইমার। তিনি বলেন, 'সালাহ হয়তো বড় কোন দলের হয়ে খেলেন না। কিন্তু তিনি আলো কাড়তে পারেন।'

তিনি বলেন, আমি আশা করি, আমরা সবাই দারুণ পারফর্ম করতে পারব এবং অসাধারণ একটা বিশ্বকাপ কাটাব। কিন্তু আমি চাইব তারা ব্রাজিলের বিপক্ষে তেমনটা করবে না।

এরপর নেইমার বলেন, 'এটা বিশ্বকাপের খেলা। আমি বিশ্বের সেরা টুর্নামেন্ট নিয়ে কথা বলছি। এখানে দারুণ সব খেলোয়াড় খেলতে আসবে। প্রতিভাবান অনেক খেলোয়াড় আছে বিভিন্ন দলে। যেমন-কেভিন ডি ব্রুইনি, এডেন হ্যাজার্ড, লু্ইস সুয়ারেজ।'

ব্রাজিলের সেনসেশন আরো বলেন, আমার মতে এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী দলের অংশ হতে পেরে আমি আনন্দিত। আমাদের বিশ্বকাপ জয়ের মতো ভালো মানের খেলোয়াড় আছে এবং আমরা তা জিততে চেষ্টা করব।

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ