ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নিয়ম অতিক্রম করলে সে যেই হোক শাস্তি পেতে হয়`


গো নিউজ২৪ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৫, ০৭:৫৪ এএম
নিয়ম অতিক্রম করলে সে যেই হোক শাস্তি পেতে হয়`

সাকিবের নিষিদ্ধ হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এরআগেও দুবার নিষিদ্ধ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার বিপিএলে নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে রংপুর রাইডার্সের অধিনায়কের ওপর। সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ার ও এক ক্রিকেটারের সাথে বাজে আচরণের জন্য এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব। আছে ২০ হাজার টাকার জরিমানাও।

শুক্রবার মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ ছিল সাকিবের দলের। কিন্তু তার মাঠে নামা হয়নি। দলও হেরেছে ৯ উইকেটের বড় ব্যবধানে।  কিন্তু বারবার সাকিবের বেলাতেই এমন হচ্ছে কেন? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাতীয় দলের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা এমন প্রশ্নের মুখোমুখি। সাকিবের মতো তিনি বিষয়টি এড়িয়ে যাননি।

মাশরাফি বলেন, ‘কঠিন প্রশ্ন। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম থাকে। নিয়ম অতিক্রম করলে সে যেই হোক শাস্তি পেতে হয়। অনেক বড় বড় খেলোয়াড়ের ক্ষেত্রেই সেটা হয়েছে। এটা দূর্ভাগ্যজনক সাকিবের জন্যে। তার দলের জন্যেও।’ মাশরাফির ধারণা আবেগতাড়িত হয়েই মেজাজ হারিয়ে বসেছিলেন সাকিব। ত

বে বাংলাদেশের ওয়ানডে ও টি- টোয়েন্টি অধিনায়কের বিশ্বাস তার ডেপুটি সাকিব এই ভুল থেকেই শিক্ষা নেবে, ‘হয়তো ওই সময়ে সে তার আবেগ ও উত্তেজনা ধরে রাখতে পারেনি। মানুষ ভুল থেকেই শেখে। আশা করি সে ভবিষ্যতে এরকম করবে না ও দ্রুত মানিয়ে নেবে।’ 

সাকিব না থাকাতে তার দলের জন্য যে ভালো হয়েছে সেটাও মেনে নিলেন মাশরাফি, ‘সাকিব দলে না থাকা মানে ওই দলের জন্যে একটা চাপ। আর প্রতিপক্ষের জন্যে এটা অনেকটা স্বস্তিদায়ক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই সে সেরা। তবে আজকে আমরা যেভাবে খেলেছি, ব্যাটিং ও বোলিং করেছি সে হিসেবে এই জয় আমাদের প্রাপ্য।’

এস এ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ