ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এই ভুলগুলো শুধরাতে হবে কার্তিকের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৮, ০৭:০৫ পিএম
এই ভুলগুলো শুধরাতে হবে কার্তিকের

জয় দিয়ে শুরু। কিন্তু পরের দুই ম্যাচেই হার কলকাতা নাইট রাইডার্সের। জিততেই হবে ভেবে কি অযথা চাপ নিয়ে ফেলছেন দীনেশ কার্তিকরা? নাকি নতুন অধিনায়কের ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হচ্ছে নাইটদের?

পরপর দুই ম্যাচে হারের পরে নাইটদের শিবিরে নতুন উপলব্ধি, জয়ের কথা বেশি না ভেবে জয়ে পৌঁছনোর রাস্তা নিয়ে বেশি ভাবো। রবিবার (১৫ এপ্রিল) দলের ব্যাটিং পরামর্শদাতা সাইমন ক্যাটিচের কথাতে তেমনই ইঙ্গিত। ইডেনে দলের ঐচ্ছিক অনুশীলনে এসে তিনি বলেন, ‘‘মাঠে নেমে শুধু জেতার কথাই ভাবছি আমরা। যদিও তিনটি ম্যাচেই জেতা যেত। কিন্তু কৌশল ঠিকমতো কাজে না লাগায় তা হয়নি। ব্যাটিং, বোলিং দুটোই পরিকল্পনা অনুযায়ী করতে হবে।’’ তাই ক্যাটিচের প্রস্তাব, ‘‘এখন আমাদের আর শুধু ফলের কথা ভাবলে চলবে না। জেতার প্রক্রিয়ায় বেশি জোর দিতে হবে।’’

চেন্নাইয়ে বিনয় কুমারকে শেষ ওভারে বল করতে পাঠানো। শনিবার ইডেনে হঠাৎ ওপেনিং জুটিতে বদল। টপ অর্ডার ব্যাটসম্যান শুভমান গিলকে সাত নম্বরে পাঠানো। নতুন বলের বোলার শিবম মাভিকে ইনিংসের শেষ দিকে বল করানো— অধিনায়ক কার্তিকের এই সিদ্ধান্তগুলি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার রাতে ম্যাচের পরে তিনি ব্যাখ্যা দেন, ‘‘সব ম্যাচেই সুনীলকে দিয়ে ওপেন করাতে হবে, তার কোনও মানে নেই। বিপক্ষের বোলিং অনুযায়ী আমরা ওকে যে কোনও জায়গায় নামাতে পারি। হায়দরাবাদের দু’জন ভাল স্পিনার ছিল বলে ওকে পরে ব্যাট করতে পাঠাই। আর আমাদের স্পিনাররা তখন ভাল বল করছিল, উইকেট পাচ্ছিল বলে মাভিকে একটু পরেই বোলিং করাতে হয়।’’

তবে তার দলের পেসারদের বিপক্ষের বোলারদের কাছ থেকে কিছু শেখার পরামর্শ দেন কার্তিক। বলেন, ‘‘সানরাইজার্স বোলাররা নাকাল বল দুর্দান্ত কাজে লাগিয়েছে। ওদের এই কৌশল থেকে আমাদের বোলারদের কিছু শেখা উচিত।’’ শনিবার ইডেনে তিন প্রাক্তন নাইট ও ইডেনের ঘরের ছেলে ঋদ্ধিমান সাহা কেকেআরের কাছ থেকে সহজ জয় ছিনিয়ে নিয়ে গিয়েছেন। এ বার নাইটদের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরের দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ম্যাচ কার্তিকদের।

গম্ভীর-সামির দিকে নজর দিতে হবে কেকেআরের। কারণ দ‘জনই কেকেআরের বাইশ গজ সম্পর্কে ভাল জানেন। যা নিয়ে ক্যাটিচ বলেন, ‘‘এখানকার উইকেট ও পরিবেশ গৌতমের চেনা ঠিকই। কিন্তু দলটা তো পুরো বদলে গিয়েছে। তবু এটা দিল্লির একটা বাড়তি সুবিধা। তা ছাড়া যে ভাবে ওরা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে এসেছে, তা অসাধারণ। ওদের কয়েকজন ভাল ফর্মে রয়েছে। এই ধরনের ক্রিকেটে আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। আজ দিল্লি এই সুবিধাটা পাবে।’’’

মিডল অর্ডার ব্যাটসম্যাদের ব্যাটে বেশি রান নেই। তবু ব্যাটিং কোচকে চিন্তিত দেখাল না। বললেন, ‘‘শুরুটা তো ভালই করছে রবিন উথাপ্পা, নীতীশ রানা-রা। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না। বড় রান তুলতে দু-একটা ভাল পার্টনারশিপ চাই। সেটাই হচ্ছে না আমাদের।’’

আসলে এখনও অনেক কিছুই শোধরানো বাকি নাইটদের। যদি না শুধরায় তাহলে প্রশ্নের সম্মূখীন হতে হবে কার্তিককে।

গোনিউজ২৪/এএস 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ