ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোচ নিয়োগে নেইমার-পিএসজির দ্বন্দ্ব


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: মার্চ ২১, ২০১৮, ০৪:১৩ পিএম আপডেট: মার্চ ২১, ২০১৮, ১০:২০ এএম
কোচ নিয়োগে নেইমার-পিএসজির দ্বন্দ্ব

অনেক বড় স্বপ্ন নিয়ে পিএসজিতে রেকর্ড দামে যোগ দিলেও সেই স্বপ্ন আপাতত অধরা নেইমারের জন্য। দল ছিটকে গেছে চ্যাম্পিয়ন লিগ থেকে।তার চেয়ে বড় দুঃসংবাদ নেইমারের ইনজুরি। আবার গুঞ্জণ রয়েছে নেইমারের পিএসজি ছাড়া নিয়েও। এদিকে পিএসজিকে বেতন বৃদ্ধির শর্ত দিয়েছেন নেইমার। গণমাধ্যমের এই দাবিকে স্রেফ গুঞ্জণ বলে উড়িয়ে দিয়েছে পিএসজি সভাপতি। ফরাসি ক্লাবটির বরাত দিয়ে ফ্রান্সের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া দৈনিক লেকিপ জানিয়েছে, নেইমার ক্লাবকে বেতন বাড়ানোর বিষয়ে কোনো শর্ত দেননি। লেকিপ ওই গুঞ্জন উড়িয়ে দেয়ার পরপরই উঠেছে আরেক গুঞ্জন, পিএসজির কোচ হিসেবে বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকেকে চান নেইমার।

মূলত নেইমারের অপছন্দের কারণেই বর্তমান কোচ উনাই এমরির সাথে চুক্তির মেয়াদ বাড়তে চায় না পিএসজি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নাকি ক্লাব পিএসজিকে সরাসরি জানিয়ে দিয়েছেন এনরিকেকে কোচ করার কথা। বাইরের কোনো দেশের নয়। ফ্রান্সের পত্রিকা প্যারিস ইউনাইটেড দিয়েছে এই খবর।

পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির প্রথম পছন্দ ছিলেন হোসে মরিনহো ও পেপ গার্দিওলা। কিন্তু পিএসজি সভাপতি এরই মধ্যে বুঝে গেছেন মরিনহো বা গার্দিওলাকে আপাতত পাওয়া সম্ভব হবে না। পিএসজিকে তাই বাধ্য হয়ে পছন্দের তালিকা বদলাদে হয়েছে। চেলসির ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তে, অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে এবং আরেক ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যিনি বর্তমানে বেকার।

এই তিন জনের মধ্যে আন্তোনিও কন্তেকেই বেশি পছন্দ নাসের আল খেলাইফির। কিন্তু ক্লাব সভাপতির এই পছন্দ মানতেই পারছেন না নেইমার।নেইমারের পছন্দ সাবেক বার্স কোচ নেইমারের সাবেক গুরু লুইস এনরিকে। 

২০১৪ থেকে ২০১৭, বার্সেলোনায় টানা তিন বছর লুইস এনরিকের অধীনে খেলেছেন নেইমার।তাই কোচ এনরিকের সঙ্গে তার বোঝাপড়া খুব ভালো। বার্সেলোনার দায়িত্ব থেকে সরে যাওয়ার পর থেকে এনরিকে বর্তমানে বেকার আছেন। নেইমার তাই ক্লাব সভাপতিকে বলেছেন এনরিকেকে কোচ করতে।

নেইমারের পছন্দ বার্সেলোনার এই সাবেক কোচ হলেও নেইমারের স্বদেশি থিয়াগো সিলভার পছন্দ আবার কার্লো আনচেলত্তি। যিনি এর আগে দুই বছর কোচ ছিলেন পিএসজির। পিএসজি অধিনায়ক সিলভাও চাইছেন আনচেলত্তি। 

এখন দেখার বিষয় পিএসজি সভাপতি কি নেইমারের পছন্দকে প্রাধান্য দেয় নাকি দলের বাকি সদস্যদের। নাকি নিজের মতামতে অটল থাকেন। গুঞ্জণ রয়েছে দলের সেরা তরকাকে খুশি করতে তার পছন্দকেই আগ্রাধিকার দিবে পিএসজি বস। 

গোনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ