ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘স্বপ্নভঙ্গ’ হলেও বাংলাদেশের ৪টি বড় অর্জন


গো নিউজ২৪ | আরিফুর রাজু প্রকাশিত: মার্চ ২০, ২০১৮, ০৬:৫১ পিএম আপডেট: মার্চ ২০, ২০১৮, ১২:৫১ পিএম
‘স্বপ্নভঙ্গ’ হলেও বাংলাদেশের ৪টি বড় অর্জন

স্বাধীনতার ৭০ বছর উপলক্ষ্যে নিদাহাস ট্রফির আয়োজন করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়ে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে পর্দা নামে হাইভোল্টেজ সিরিজটির। শুরুটা যেমন তেমন, শেষ ম্যাচ অর্থাৎ ফাইনালে শেষ বলে হারে বেশ কষ্ট দিয়েছে বাংলাদেশকে। তারপরও সিরিজটি বাংলাদেশি বেশ কয়েকজন ক্রিকেটারকে ছন্দে ফিরতে সাহায্য করেছে।

মুশফিকুর রহিশের কৃর্তিত্ব: নিদাহাস ট্রফির শুরু থেকেই বেশ ছন্দে ছিলেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিশেষ করে  ২১৪ রান টপকে বাংলাদেশের স্মরণীয় জয়ের দিন তার ৩৫ বলে ৭২ রানের ইনিংসটি কালজয়ী হয়ে থাকবে টাইগার ভক্তদের মনে। নিদাহাস ট্রফিতে পাঁচ ম্যাচে অংশ নিয়ে ১৯৯ রান সংগ্রহ করেছেন মুশফিকুর রহিম। অর্থাৎ রান তালিকায় তার অবস্থান দ্বিতীয়তে। তিনি এগিয়ে ছিলেন ভারতের মারকুটে ওপেনার শিখর ধাওয়ান থেকে। 

তরুণদের দায়িত্বশীল আচরণ: নিদাহাস ট্রফির প্রতিটি ম্যাচে বাংলাদেশি তরুণ ক্রিকেটাররা বিশেষ করে মুশফিক-রিয়াদ-সাব্বির ও লিটনরা চেষ্টা করেছেন দায়িত্ব নিয়ে খেলার। দলের খারাপ অবস্থাতেও তারা চেষ্টা করেছেন নখ চেপে সামনের দিকে এগোতে।  যার কারণে স্বাগতিক লঙ্কানকে হারিয়ে ফাইনালে খেলার স্বাদ পেয়েছে বাংলাদেশ। আর এটি সত্যিই বাংলাদেশের জন্য পজেটিভ দিক। অর্থাৎ টিম ম্যানেজম্যান্ট যেটা চেয়েছিল সেটি শতভাগ পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশি টিম।

উদ্যোগ ও দৃঢ়তা: নিদাহাস ট্রফি শুরুর আগেই শিরোপায় চুমু আঁকার বদ্ধপরিকর ছিল বাংলাদেশ টিম। আর সেজন্য সিরিজের প্রতিটি ম্যাচেই তারা বেশ এগ্রেসিভ ক্রিকেট খেলে। এমনকি দুই-একবার আইনভঙ্গের মতোও কাজ করেছেন তারা। সেমিফাইলের দিন টাইগার অধিনায়ক সাকিবের প্রতিবাদ ছিল উল্লেখযোগ্য। মজার ব্যাপার হলো, ম্যাচটিতে প্রতিটি খেলোয়াড় চেষ্টা করেছেন শেষ পর্যন্ত লড়াই করার। 

মোস্তাফিজুর রহমানের ফিটনেস: আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি মিডিয়ায় বেশ ভালোভাবেই প্রচার হয়, আগের মোস্তাফিজকে খুঁজে পাওয়া ভার।  তবে নিদাহাস ট্রফিতে তার ফিটনেস ও বোলিং রীতিমত তাক লেগেছে ভক্ত মনে।  বিশেষ করে ফাইনালের দিন ১৭ত ওভার হৃদয়ে গেঁথে গেছে সবার। মুর্হুতেই ১৬ কোটি বাংলাদেশির মন জয় করে নিয়েছেন তিন।  বিশেষ করে নিদাহাস ট্রফিতে রান চেক দেওয়া ও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে আগের অবস্থা জানান দিয়েছেন ফিজ।
গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ