ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিদাহাস ট্রফি জয়ে ভারতের ৪ লাভ


গো নিউজ২৪ | আরিফুর রাজু প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ০৪:২৪ পিএম আপডেট: মার্চ ১৯, ২০১৮, ১০:২৪ এএম
নিদাহাস ট্রফি জয়ে ভারতের ৪ লাভ

বাংলাদেশের বিপক্ষে নাটকীয় জয়ে নিদাহাস ট্রফির শিরোপা নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট দল। যাতে স্বপ্ন ভঙ্গ হয় অন্তত ১৬ কোটি বাংলাদেশির। এ নিয়ে ৫ টি মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপায় চুমু কাটা হয়নি টাইগারদের। 

যাই হোক, এত হতাশার মাঝেও বেশ কিছু অর্জন হয়েছে বাংলাদেশের। তথাপি ভারতেরও। মূলত টুর্নামেন্টটির মাধ্যমে দলটির বেশ কয়েকজন খেলোয়াড় পুরোনো ছন্দে ফিরে এসেছে। এমনকি নতুন বেশ কয়েকজনকে আবিষ্কার করেছে বোর্ড।

রোহিত শর্মার ছন্দে ফেরা: চাপে পড়লে মানুষ কাবু হয়ে যায়। এটা চিরন্তন সত্য। তবে সেই চিরন্তন সত্যকে বুড়ো আঙ্গুল দেখালেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকা সফরে টানা ব্যর্থতার পর দলের দায়িত্ব নিয়ে শ্রীলঙ্কায় ফিরেই চমক দেখান ভারতীয় ড্যাশিং ওপেনার। যদিও টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে তার ব্যাটে মোটেও রান আসেনি। কিন্তু শেষ দুই ম্যাচে ৮৯ ও ৫৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে সাহায্য করেন তিনি। 

কোহলির পরিবর্তে রোহিতকে দিয়ে ভারত ক্রিকেট বোর্ড যে পরীক্ষা চালিয়েছে তাতে গোল্ডেন প্লাস পেয়েছেন তিনি। যদিও এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সকে শিরোপা জিতেয়ে তা প্রমাণ করেছেন তিনি। 

ওয়াশিংটন সুন্দর: নামে কাজে মিল তার। নাম যেমন সুন্দর কাজও ঠিক তেমন। নিদাহাস ট্রফিতে দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্য সিরিজ লাভ করেছেন তিনি। মূলত সুন্দর ডেলিভারির জন্য বিখ্যাত ভারতের এই তরুণ। সদ্য শেষ হওয়া সিরিজটিতে মোটে ৮ উইকেট শিকার করেছেন তিনি।  থার্ড টিনেজার বোলার হিসেবে দলকে টি-টোয়েন্টি শিরোপা জেতাতে সাহায্য করেছেন তিনি। 

নতুন ফিনিসারের সন্ধান: কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। আর বাংলাদেশের বিপক্ষে সেই কাজটি করে দেখালেন দিনেশ কার্তিক। চোখ ধাঁধানো ফিনিসিং উপহার দিয়ে ভারতকে নিদাহাস ট্রফি জেতাতে সাহায্য করেন তিনি। মূলত, রোববার শেষ হওয়া ট্রফিটির ১৯ ও ২০তম ওভারে একক কৃতিত্ব দেখিয়ে এবং শেষ বলে ছয় হাঁকিয়ে বাংলাদেশকে কাঁদিয়ে ভারতকে শিরোপা এনে দেন তিনি।

বিকল্প অলরাউন্ডার: ভারতের জেনুইন পেসার অলরাউন্ডার বলা হয় হার্দিক পাণ্ডিয়াকে। তবে দক্ষিণ আফ্রিকা সফর শেষে তাকে বিশ্রামে রাখে ভারত ক্রিকেট বোর্ড।  আর তাতে দলে সুযোগ মেলে বিজয় সানকার। আর এ সুযোগটি ভালোভাবে কাজে লাগিয়েছেন তিনি। মূলত নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে লজ্জায় ডুবানোর গুরুত্বপূর্ণ কাজটি করে দেন এই সানকার। অর্থাৎ রিয়াদ ও সাকিবের আউটের পেছনে অনবদ্য ভূমিকা ছিল তার। 
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ