ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোস্তাফিজকে হাসতে দিলেন না রুবেল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৯, ২০১৮, ১১:১০ এএম
মোস্তাফিজকে হাসতে দিলেন না রুবেল

একটি বল, একটি ছক্কা এতটাই নিষ্ঠুরভাবে বিদ্ধ হয়েছিল যে, আগ্নেয় লাভাস্রোতের মতো তা ধাক্কা মারছিল বুকের মাঝখানে! চারদিকে পড়ে থাকা এগারো বাংলাদেশির আহত হৃদয়গুলোর জন্য প্রেমাদাসার কোনো সহানুভূতি ছিল না! কিন্তু কি করবে ওরা? হাসির মঞ্চতো তৈরি ছিল টাইগারদের জন্য। ভাগ্য পক্ষে ছিল না। তাই তা আর স্থায়ী হলো না! এক কার্তিকেই কেড়ে নিল কোটি প্রাণের হাসি।

১২ বলে ৩৪ রান লাগবে। অনেকটাই আশাবাদি ছিল সাকিব। এই বুঝি চ্যম্পিয়নের স্বীকৃতি পাচ্ছি। মুস্তাফিজের আঠারোতম ওভারটিতে ১ রানে ১ উইকেট পড়ে যাওয়ার পর চওড়া হাসি দিয়েছিলে কাটার মাস্টার। কিন্তু তা কেড়ে নিল রুবেল! 

রুবেল যে এভাবে ২২ রান দিতে পারবেন- সেই ভয় শত্রুপক্ষেরও বোধহয় ছিল না। এতদিনের অভিজ্ঞ বোলার, কত কত টেনশনের ম্যাচ জিতিয়েছেন তিনি। এই ম্যাচে আগের ৩ ওভারেও ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন যিনি, সেই রুবেল হতাশ করেছে কোটি প্রাণকে। 

১৯তম ওভারে বোলিংয়ে আসেন রুবেল। কিন্তু তার এই ওভারে দিনেশ কার্তিক নেন ২২ রান। শেষ ওভারে ১২ রান আটকাতে পারেননি পার্ট-টাইম বোলার সৌম্য সরকার। ভারতের কাছে ৪ উইকেটের হারে শিরোপা স্বপ্ন ভাঙে বাংলাদেশের।

সাকিব ম্যাচ শেষে বলছিলেন বটে, 'ভেবেছিলাম রুবেল খুব খারাপ করলেও বড়জোর ১৫ রান দেবে। আর তার পরের ওভারটিতে সৌম্যর ওপর চাপ কমে যাবে। কিন্তু সেটা আর হলো না...।'  

তবে রুবেলও বুঝতে পারেননি এমনটা হবে। তাইতো খেলা শেষে ভক্তদের কাছে এভাবেই ক্ষমা চাইলেন। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ম্যাচ শেষ হওয়ার পর থেকেই খুব খারাপ লাগছে। সত্যি বলতে আমি কখনোই ভাবিনি আমার কারণে বাংলাদেশ দল জয়ের এত কাছে এসেও ম্যাচ থেকে এভাবে ছিটকে যাবে। সবার কাছে আমি ক্ষমাপ্রার্থী। আমাকে ক্ষমা করে দিয়েন সবাই। 

এর আগে চারবার জয়ের খুব কাছে গিয়েও ফিরে আসতে হলো বাংলাদেশকে। তবে এবার মনে হয় ছুঁয়েও ছোঁয়া হলো না নিদাহাস ট্রপির শিরোপা। ওরা এগারো জনই চেষ্টা করেছে। ভাগ্য ওদের সাথে ছিল না। তবে নিষ্ঠুর এই কলম্বো, ভাগ্যবিধাতাও বুঝি তার চেয়ে নিষ্ঠুর। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ