ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

ক্রিকেটকে বিদায় জানালেন পিটারসন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৭:১৪ পিএম
ক্রিকেটকে বিদায় জানালেন পিটারসন

টুইটারে নিজের অবসরের ঘোষণা দিলেন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসন। পেশাদার ক্রিকেটে তাকে হয়তো আর দেখা যাবে না। পিটারসেন আগেই এমনটা জানিয়েছিলেন। আর টুইটারের `শেষ` ঘোষণার পর তার সাবেক সতীর্থরা তাকে শ্রদ্ধাঞ্জলী দিয়েছেন। জানিয়েছেন পরের ইনিংসের জন্য শুভকামনা। 

শুক্রবার ছোট্ট করে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পিটারসেন কেপি টুইটে লিখেছেন, বুটস আপ, থ্যাঙ্ক ইউ’, যার অর্থ বুট তুলে রাখার সময় হয়েছে। তার মানে এখানেই খেলোয়াড় জীবনের ইতি। 

২০১৪ সালে ইংল্যান্ড দল থেকে ছিটকে যাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে টি-টুয়েন্টি ক্রিকেট খেলেছেন পিটারসেন। সাউথ আফ্রিকা জাত এই ক্রিকেটার সর্বশেষ খেলেছেন পাকিস্তান সুপার লিগে। এটাই তার ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট।

পিএসলে তার দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স উঠেছে টুর্নামেন্টের প্লে-অফ পর্বে। মঙ্গলবার লাহোরে এলিমিনেটর ম্যাচে পেশোয়ার জালমির সাথে মুখোমুখি হবে তার দল কোয়েটা। কিন্তু পাকিস্তানে যাচ্ছেন না কেপি। উল্টো দলকে বলে দিলেন বিদায়।

পিটারসেন পিএসএলের আগেই অবশ্য অবসরের একটা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। সেটা এবার সত্যি হল। পরে আরেকটি টুইটে পিটারসেন লিখেছেন, ‘আমি ৩০ হাজার রান করেছি, ১৫২টা হাফসেঞ্চুরি ও ৬৮টি সেঞ্চুরি করেছি। এবার সামনের দিকে তাকাতে হবে।’

ইংল্যান্ড ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক পিটারসেনের বিদায়ী পোস্টে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ‘কেপির পুরো ক্যারিয়ারটাই ছিল দুর্দান্ত। হয়তো সবার পছন্দের হতে পারোনি, কিন্তু তুমি আমার জন্য অনেক কিছুই করেছো।’

ভনের কথাতেই পরিষ্কার। পারফরম্যান্সে তার সময়কার অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন মাঠের বাইরের ঘটনায়। শৃঙ্খলাভঙ্গের কারণেই শেষ পর্যন্ত জাতীয় দলে জায়গাটা হারিয়েছিলেন তিনি।

৩৭ বছরের পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার ২০১৪ সালে বিতর্কের মাঝ দিয়ে শেষ হয়। তারপর পারফর্ম করেও আর ইংল্যান্ড দলে ডাক পাননি। ইংল্যান্ডের পক্ষে ১০৪ টেস্ট খেলে ৪৭.২৮ গড়ে ২৩ সেঞ্চুরি ও ৩৫ ফিফটিতে ৮১৮১ রান করেছেন পিটারসেন। ১৩৬ ওয়ানডে খেলেছেন। ৯ সেঞ্চুরি ও ২৫ ফিফটিতে করেছিলেন ৪৪৪০ রান। ৩৭ টি-টুয়েন্টি ম্যাচে ১১৭৬ রান করেছিলেন সাত ফিফটিতে। তার দুর্দান্ত ব্যাটিং দৃঢ়তায় ২০১০ টি-টুয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ