ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সত্যিই কি তার সময় ফুরিয়ে এসেছে বার্সাতে?


গো নিউজ২৪ | স্পোর্টস নিউজ প্রকাশিত: মার্চ ১৮, ২০১৮, ০৪:২১ পিএম আপডেট: মার্চ ১৮, ২০১৮, ১০:২৫ এএম
সত্যিই কি তার সময় ফুরিয়ে এসেছে বার্সাতে?

গোল হয়তো খুব বেশি করবেনা, কিন্তু তাও সে সবার চেয়ে আলাদা। টাইমিং কিংবা স্পেস তৈরীতে তার জুড়ি নেই। সে এমন একজন খেলোয়াড়, যে বিপক্ষদলকে ছিঁড়েখুড়ে ফেলার ক্ষমতা রাখে আর বড় ম্যাচগুলোতে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিনি। বলছি বার্সার শিল্পী ইনিয়েস্তার কথা। এখন আর বার্সার হয়ে খেলবেন না এমনটাই গুঞ্জন শুনা যাচ্ছে। সত্যিই কি তার সময় ফুরিয়ে এসেছে বার্সেলোনাতে? অদূর ভবিষ্যতে আর কি দেখা যাবে না জাদুকর লিওলেন মেসির সঙ্গে ইনিয়েস্তাকে?

এমন সম্ভাবনা কিন্তু ক্রমশ জোরাল হয়ে দেখা দিতে শুরু করেছে। কয়েক দিন ধরেই এ নিয়ে জল্পনা চলছে, যে-হেতু ইনিয়েস্তা স্বয়ং এমন একটা ইঙ্গিত দিয়েছেন। প্রথম তিনিই জানিয়েছিলেন যে, স্পেন ছেড়ে তিনি চিনের ফুটবল লিগে চলে যেতে পারেন। অনেকে সেই মন্তব্যকে হাল্কা ভাবেই নিয়েছিলেন কারণ ইনিয়েস্তা এখনও বার্সেলোনার অপরিহার্য ফুটবলার। তিনি এখনও বার্সার অধিনায়ক। চেলসির বিপক্ষে প্রথম লেগের ম্যাচেও তার দুর্দান্ত পাস থেকে গোল করে সমতা ফিরিয়েছিলেন মেসি। আজ, রবিবার লা লিগায় মেসিরা নামছেন অ্যাথলেটিক বিলবাও-এর বিপক্ষে। সেখানেও নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ইনিয়েস্তারই।

ইনিয়েস্তাকে হয়ত এভাবে আর দেখা যাবে না ফুটবলের ছোট ম্যাজিসিয়ানের সাথে

এখন কিন্তু অন্য রকম কথাই শোনা যাচ্ছে। ইনিয়েস্তা নাকি গত মৌসুম থেকেই বার্সেলোনা ছাড়ার কথা ভাবতে শুরু করেছিলেন। সম্ভবত পরিস্থিতি আঁচ করে বার্সেলোনা তাকে সারা জীবন তাদের ক্লাবে থেকে যাওয়ার চুক্তিতে সই করায়। কিন্তু সেই চুক্তিতেও বলা আছে, ইনিয়েস্তা চাইলে বেরিয়ে যেতে পারেন যে কোনও মুহূর্তে। যে ক্লাবে তিনি যাবেন তাদের সঙ্গে বার্সেলোনার কোনও প্রতিদ্বন্দ্বিতা না থাকলেই হল। চিনের লিগে খেলতে গেলে সেই সমস্যা থাকছে না।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইনিয়েস্তা কিছুটা সংশয়ে ভুগছেন কারণ বার্সেলোনার নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে তাকে খুবই গুরুত্ব দিচ্ছেন। প্রায় প্রত্যেকটি ম্যাচে শুরু থেকে তার অধিনায়ককে খেলাচ্ছেন ভালভার্দে। যে গুরুত্ব আগের কোচ লুইস এনরিকের সময় পাচ্ছিলেন না তিনি। তবে এটাও আবার ঠিক যে, প্রায় প্রত্যেক ম্যাচই সম্পূর্ণ ৯০ মিনিট খেলতে দেখা যাচ্ছে না স্প্যানিশ ফুটবলের সেরা শিল্পীকে। শোনা যাচ্ছে, চিনের লিগে যাওয়ার জন্য রেকর্ড অর্থের প্রস্তাব রয়েছে তার কাছে। প্রস্তাব আছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগে যাওয়ারও।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইনিয়েস্তা এখন ভাবছেন, গ্রীষ্মে চলে যাওয়া ঠিক হবে নাকি শীতের দলবদলের জন্য অপেক্ষা করবেন? যদি শীতে নতুন জায়গায় যান, সেখানকার লিগে শুরু থেকে খেলার সুযোগ পাবেন। শোনা যাচ্ছে, বার্সেলোনাও নাকি ইঙ্গিত পেয়েই গিয়েছে, তাদের শিল্পী মিডফিল্ডার আর বেশি দিন নেই। সম্ভবত সেই কারণেই বিকল্প হিসেবে তারা ফিলিপে কুতিনহো-কে সই করিয়ে রেখেছে। গ্রেমিও থেকে আর্থার-কে সই করানোর উদ্দেশ্য নাকি ইনিয়েস্তার দ্বিতীয় বিকল্প তৈরি রাখা।

যদি ইনিয়েস্তাকে নিয়ে এই খবর সত্যি হয়। তাহলে শেষ হতে চলেছে একটি যুগ। জাভি চলে গিয়েছেন, এ বার ইনিয়েস্তাও যাওয়ার অপেক্ষায়। নিভে যাওয়ার মুখে স্পেনের স্বপ্নের সেই মাঝমাঠের প্রদীপ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ