ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পা ভেঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ফুটবল তারকা


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০১৮, ০৮:১৮ পিএম
পা ভেঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের ফুটবল তারকা

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। অথচ এই মহারণের আগেই চোট সমস্য চিন্তা বাড়াচ্ছে তাদের। মার্সেই –এর বিরুদ্ধে খেলতে গিয়ে পায়ের পাতার চোটে তিন মাসের জন্য মাঠের বাইরে ব্রাজিলের অধিনায়ক ও সেরা তারকা নেইমার। এবার বাঁ পায়ে চোট পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ব্রাজিলের ডিফেন্ডার ফিলিপ লুইসের। ফলে তিনি বিশ্বকাপ খেলতে পারবেন কি না সে বিষয়ে আশঙ্কা দেখা দিয়েছে ব্রাজিলীয় শিবিরে।

বৃহস্পতিবার ইউরোপা লিগের ম্যাচে লোকোমোটিভ মস্কোর বিরুদ্ধে খেলতে গিয়ে বিপক্ষ স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষের ফলে এই ঘটনা ঘটে। শুক্রবার আতলেতিকোর এক কর্তা বলেছেন, ‘‘মাদ্রিদে ফিরেই চিকিৎসা শুরু হয়ছে লুইসের। এক্স-রে হওয়ার পরে বুঝতে পারি যে, ওর বাঁ পায়ের হাড় ভেঙেছে।’’ ঠিক কত দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠবেন তা পরিষ্কার করে কিছু জানা যায়নি। তবে বিশ্বকাপের আগে তিনি সুস্থ হতে পারবেন কি না সে বিষয়ে প্রশ্ন উঠছে। 

পরে অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়ের লাথিতে বাঁ-পায়ের ফিবুলা ভেঙ্গে গেছে লুইসের। ফলে চলতি মৌসুমে আর না খেলার সম্ভাবনা তার।’ এ ম্যাচে ৫-১ গোলে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

পা ভেঙ্গে রাশিয়া বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন লুইস। তবে চলতি মাসে রাশিয়া ও জার্মানির বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে যে খেলতে পারবেন না তা একরকম নিশ্চিত। তবে লা লিগায় আতলেতিকো মাদ্রিদের প্রথম একাদশের নিয়মিত সদস্য তিনি। লিগ তালিকায় বার্সেলোনার থেকে আট পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ফিলিপে লুইস-রা। তার চোটের পরে লেফ্ট ব্যাকে উপযুক্ত ফুটবলার আতলেতিকো পায় কি না সেটাই এখন দেখার। তবে আসন্ন বিশ্বকাপের আগে সুস্থ হতে পারলে তার খেলার সম্ভাবনা তৈরি হবে। 

গোনিউজ২৪/এএস
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ