ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ চূড়ান্ত


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৭:৫৩ পিএম
রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ চূড়ান্ত

আসন্ন ভারতীয় প্রিমিয়ার লীগ মৌসুমে রাজস্থান রয়্যালসের ব্যাটিং কোচ হিসেবে ডাক পেয়েছেন অমল মজুমদার। ফ্র্যাঞ্চাইজির হেড অফ ক্রিকেট জুবিন ভারুচা জানিয়েছেন, অমল মজুমদারকে ব্যাটিং কোচ হিসেবে পেয়ে দল উপকৃত হবে। তিনি বলেন, ‘‘আমাদের দলের ব্যাটিং কোচ হিসেবে অমল মজুমদারকে পেয়ে আমরা গর্বিত। ডোমেস্টিক ক্রিকেটে তার অবদান সবার জানা। দলের যুব ব্যাটসম্যানরা তার থেকে অনেক কিছু শিখতে পারবে।’’

রাজস্থান রয়্যালসের ওয়েবসাইটে এই খবর সংস্থার তরফে জানানো হয়েছে। জুবিন আরও বলেন, ‘‘অমল ও সৈরাজ দু’জনের স্কিল নিয়ে কোনও সংশয় নেই। ওদের অভিজ্ঞতা দলকে সমৃদ্ধ করবে।’’ ক্রিকেটের মূলস্রোতে ফিরতে পেরেও খুশি অমল মজুমদার। বলেন, ‘‘একজন ব্যাটসম্যানের জন্য দারুণ সময়। টি২০ এই খেলার ধারাটাই বদলে দিয়েছে। এই ফর্ম্যাটের জন্য চাহিদাটাও আলাদা। সব সময়ই উত্তেজক। কোনও নির্লিপ্ত মুহূর্ত থাকে না।’’

তিনি আরও বলেন, ‘‘কোচ হিসেবে আমাকেও সারাক্ষণ শিখতে হবে শেখানোর জন্য। এই ভূমিকায় নিজেকে পেয়ে আমি উচ্ছ্বসিত।’’ অমল মজুমদার তার দীর্ঘ ক্রিকেট জীবনে ১৭১টি প্রথমশ্রেনীর ম্যাচ খেলেছেন। তার ব্যাট থেকে এসেছে ১১ হাজার ১৬৭ রান। গড় ৪৮.১৩। তার মধ্যে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৬০টি হাফ সেঞ্চুরি। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিও জিতেছেন তিনি।

গোনিউজ২৪/এএস


 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ