ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের বিপক্ষেও সেই গোপন ‘টেকনিক’ খাটাবেন মাহমুদউল্লাহ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক: প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৭:৫২ পিএম
ভারতের বিপক্ষেও সেই গোপন  ‘টেকনিক’  খাটাবেন মাহমুদউল্লাহ

নিদাহাস ট্রফিতে তিন ম্যাচের দুটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে ভারত। বলা যায়, ফাইনালে অলরেডি এক পা দিয়ে ফেলেছে দলটি। যদিও ফাইনালের আগে আরো একটি ম্যাচ অবশিষ্ট আছে তাদের। আর সেই ম্যাচটিতে বুধবার (১৪ মার্চ) বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল।  

বলাই যেতে পারে নিদাহাস ট্রফিতে ফেভারিট ভারত। কিন্তু তৃতীয় ম্যাচে ইতিহাস উলট পালট করে বাংলাদেশের জয়ের পর কিঞ্চিত ভাবনায় ভারত। কারণ বুধবারের ম্যাচটি বাংলাদেশের জন্য প্রতিশোধেরও বৈকি? তাই বুঝাই যাচ্ছে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।

বুধবার পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে তার আগে দলের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে মিডিয়ার সামনে কথা বলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বলেছেন, ‘সফরের আগেই আমরা একটা কথা বলেছি, আমাদের ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে হবে। মোদ্দাকথা, আমাদের স্মার্ট হতে হবে।  আমার মনে হয়, আমাদের এই দলটির সামর্থ্য আছে, আমাদের যথেষ্ট স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হবে ক্যালকুলেটিভ রিস্ক নেয়ার ক্ষেত্রে।’

এসময় ভারত ক্রিকেট নিয়েও কথা বলেন রিয়াদ। নির্দিষ্ট বোলারকে মোকাবেলা করার আগে আমাদের নিজেদের মধ্যে কথা বলে নিতে হবে। এই জিনিসগুলো মাঠে প্রয়োগ করতে হবে। খেলতে হবে বাংলাদেশের ব্র্যান্ড অব ক্রিকেট। কারণ আমার মনে হয়, সম্ভবত আমাদের দলে তাদের মতো পাওয়ার হিটার নেই। এটা সত্য। এটা আমাদের মানতেই হবে। এজন্যই আমাদের স্মার্ট হতে হবে, যাতে নিজেদের সামর্থ্যটা মাঠে ভালোভাবে প্রয়োগ করতে পারি।’
 

গোনিউজ২৪/এটি
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ