ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কাকে পাত্তাই দিলো না ভারত


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৯:১৯ এএম
শ্রীলঙ্কাকে পাত্তাই দিলো না ভারত

কোহলি-ধোনিবিহীন ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছিলো। যার প্রভাব পরলো ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে এক প্রকার পাত্তাই দিলো না ভারত। নয় বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় নিয়ে ফাইনালে এক পাঁ দিয়ে রেখেছে ভারত। শ্রীলঙ্কার জন্য শেষ ম্যাচটা তাই অলিখিত সেমিফাইনালে পরিণত হয়েছে। 

পাল্লেকেলে স্টেডিয়ামে সোমবার বৃষ্টির বাধায় ১৯ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে হঠাৎই ছন্দপতন লঙ্কানদের। অভিজ্ঞ থারাঙ্গা ও কুসাল মেন্ডিস বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল।থারাঙ্গার বিদায়ের পর ফিফটি তুলে আউট মেন্ডিস। মাঝখানে অধিনায়ক থিসারা পেরেরার ২ ছক্কা ছোট্ট ক্যামিও ছিল পেরার-মেন্ডিসের বিদায়ের পর আর লঙ্কান ব্যাটসম্যান নামের প্রতি সুবিচার করতে পারেনি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ৯ উইকেটে ১৫৩ রানে থামে লঙ্কানরা। 

ভারতের হয়ে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার পেসার শার্দুল। ওয়াশিংটন সুন্দর ২ উইকেট নেন ২১ রানে

১৫৪ রান লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুত ফিরেন ভারতের দুই ওপেনার। পরপর দুই ওভারে রোহিত শর্মা ও শিখর ধাওয়াকে বিদায় করেন আকিলা ধনঞ্জয়া।

ক্রিজে এসেই শট খেলতে শুরু অফ ফর্মে থাকা সুরেশ রায়না। বাঁহাতি ব্যাটসম্যান ১৫ বলে দুটি করে ছক্কা-চারে করেন ২৭ রান।তরুণ পান্তের জায়গায় সুযোগ পাওয়া লোকেশ রাহুলও খুব একটা সুবিধা করতে পারেনি। ১৭ বলে ১৮ রান করে ফিরেন তিনি। 

অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ৬৭ রানের জুটিতে বাকি কাজটা সারেন মানিষ পান্ডে ও দিনেশ কার্তিক। ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন পান্ডে। পাঁচটি চারে কার্তিক ২৫ বলে করেন ৩৯ রান।

১৯ রানে ২ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার দনঞ্জয়া। তিনি ছাড়া দলের আর কারো ইকোনমি আটের নিচে ছিল না।  

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৯ ওভারে ১৫২/৯ (গুনাথিলাকা ১৭, মেন্ডিস ৫৫, পেরেরা ৩, থারাঙ্গা ২২, থিসারা ১৫, জিবন ১, শানাকা ১৯, দনঞ্জয়া ৫, লাকমল ৫*, চামিরা ০, প্রদিপ ০*; উনাদকাট ১/৩৩, ওয়াশিংটন ২/২১, ঠাকুর ৪/২৭, চেহেল ১/৩৪, শঙ্র ১/৩০, রায়না ০/৬)

ভারত: ১৭.৩ ওভারে ১৫৩/৪ (রোহিত ১১, ধাওয়ান ৮, রাহুল ১৮, রায়না ২৭, পান্ডে ৪২*, কার্তিক ৩৯*; লাকমল ০/১৯, দনঞ্জয়া ২/১৯, চামিরা ০/৩৩, প্রদিপ ১/৩০, জিবন ১/৩৪, থিসারা ০/১৭)

ফল: ভারত ৬ উইকেটে জয়ী   
ম্যাচ সেরা: শার্দুল ঠাকুর
গেনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ