ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিরোপার আরও কাছে গার্দিওয়ালার ম্যানসিটি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ১৩, ২০১৮, ০৮:৪৬ এএম
শিরোপার আরও কাছে গার্দিওয়ালার ম্যানসিটি

বার্সেলোনাকে রেকর্ড পরিমান শিরোপা জিতিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে সেই ধারাবাহিকতা অব্যহত। সোমবার দাভিদ সিলভার জোড়া গোলে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে ম্যানচেস্টার সিটি।

এই জয়ের ফলে শেষ আটের মাত্র তিন ম্যাচ জিতলেই শিরোপা ম্যানসিটির। অবশ্য আগামী দুই রাউন্ডে এভারটন ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে গুয়ার্দিওলার শিষ্যদের।

ম্যাচের দশম মিনিটে স্টোক সিটির জালে প্রথম বল জড়ায় ম্যান সিটি। সতীর্থের বাড়ানো বল গাব্রিয়েল জেসুস ধরে ডান দিকে রাহিম স্টার্লিংকে পাস দেন। আর ইংলিশ মিডফিল্ডারের পাস ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোলটি করেন ডেভিড সিলভা।

গোটা ম্যাচ জুড়েই আধিপত্য বিস্তার করছিলো ম্যানইউ। ম্যাচের ৭৭% বল দখলে রাখে গার্দিওয়ালার শীষ্যরা। ম্যাচে কোন শাণিত আক্রমন করতে পারেনি স্টোক সিটি।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা।

৩০ ম্যাচে ২৬ জয় ও তিন ড্রয়ে শিরোপা জয়ের কাছে চলে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮১। ১৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৬১। ৬০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লিভারপুল।
গেনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ