ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হেরেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে ম্যানসিটি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মার্চ ৮, ২০১৮, ০৮:২৭ এএম
হেরেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে ম্যানসিটি

ঘরের মাঠে হার। তার পরেও বড়সড় ক্ষতির মুখ দেখতে হল না ম্যাঞ্চেস্টার সিটিকে। বাসেলের কাছে ১-২ গোলে পরাজয়েও চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নেওয়া আটকাল না গুয়ার্দিওয়াল ছেলেদের। এক্ষেত্রে নিয়ন্ত্রক হয়ে দাঁড়ায় প্রথম লেগের প্রি-কোয়ার্টারে সিটির বড় জয়।

প্রথম লেগে বাসেলকে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল ম্যানসিটি। ফিরতি লেগের হারের পরেও ৫-২ ব্যবধানে প্রি-কোয়ার্টার জয় আটকায়নি তাদের।

নিজেদের ডেরায় ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় ম্যানসিটি। ৮ মিনিটের মাথায় বার্নার্দো সিলভার পাস থেকে গোল করেন চোট সারিয়ে মাঠে ফেরা গাব্রিয়েল হেসুস।

ম্যাচের ১৭ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি গুন্দোগান। যার খেসারত দিতে হয় পরের মিনিটেই।

তবে প্রথমার্ধেই গোল শোধ করে বাসেল। ১৮ মিনিটে মোহাম্মদ ইলুয়ানিসি গোল করে সমতায় ফেরান বাসেলকে। গোল খেয়ে মরিয়া হয়ে ওঠে সিটির অ্যাটাকিং লাইনআপ। ৩০ মিনিটে সানের শট রুখে দেন বাসেল গোলকিপার ফ্রেই। প্রথমার্ধে ১-১ গোলে থেকে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ম্যানসিটি। কিন্তু কাজের কাজ গোল তারা আদায় করতে পারেনি। উল্টো ম্যাচের ৭১ মিনিটে গোল করে বাসেলকে অপ্রত্যাশিত লিড এনে দেন মিশাইল লাং। তবে সমতা ফেরানোর জন্য প্রাণপন চেষ্টা করেছিল ম্যানসিটি। 

ফলে ১-২ গোলের এক তিক্ত হার নিয়ে ম্যাচ শেষ করতে হয় সিটিজেনদের। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সিটিকে তাদের ঘরের মাঠে এই মৌসুমের প্রথম হার উপহার দিতে পেরে খুশি বাসেল।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ