ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের আগামীর তারকা ইবতিসামকে চেনেন তো?


গো নিউজ২৪ | আরিফুর রাজু প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০১৮, ০৭:৪৫ পিএম
পাকিস্তানের আগামীর তারকা ইবতিসামকে চেনেন তো?

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। আর ইচ্ছাশক্তি সাহায্য করে অনেকদূর এগিয়ে যেতে। এখন কথা হলো, বেঁচে থাকার অবলম্বন ‘স্বপ্ন’ যদি ভেঙ্গেই যায় তবে কি করবে মানুষ? স্বপ্ন দেখা বন্ধ করে দেবে, নাকি নতুন গতিতে ছুটবে? জাহাজ ভাঙ্গার পরও ‘স্বপ্নে’ বিশ্বাসী ছিল বলেই মতিয়ূর যুদ্ধ চালিয়ে গেছেন আমৃত্যু। বিনিময়ে আমরা পেয়েছি সোনার বাংলা। এরপর আসি ইচ্ছাশক্তি প্রসঙ্গে। বার বার পরাজয়ের পরও স্কটিশদের নেতা রবার্ট ব্রুসের ইচ্ছা ছিল ইংরেজদের পরাজিত করার, নিজের হারানো সিংহাসন লাভের। চেষ্টা করেছেন, ইচ্ছাশক্তি ছিল এবং সফলও হয়েছেন। 

এখন কথা বলবো পাকিস্তানের  এক তরুণ ও আগামীর তারকা ইবতিসাম সম্পর্কে। যার মাঝে কাজ করছে প্রচন্ড ইচ্ছাশক্তি, বুকে ধারণ অজন্ম স্বপ্ন। ইবতাসিম নামটি অচেনা-অজানা মনে হলেও পিএসএলের খাতিরে লাইমলাইটে তিনি। টুর্নামেন্টটির তৃতীয় আসরে ইসলামাবাদের বিপক্ষে তিন উইকেট তুলে আলোড়ন তুলেছেন তিনি। পেশওয়ার জালমির জার্সিতে দ্বিতীয় ম্যাচে জ্বলে ওঠা ইবতিসামের এ পর্যায়ে আসার পেছনে রয়েছে মজার এক গল্প। যে কেবল প্রেরণা ও ইচ্ছাশক্তির।

গোনিউজের পাঠকদের উদ্দেশ্যে তার সেই গল্পটি তুলে ধরা হল।

প্রতিবারের মতো ২০১৫ সালেও অনূর্ধ্ব-১৬ দলের জন্য অঞ্চলভিত্তিক খেলোয়াড় বাছাইয়ের ক্যাম্পেইন আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেবার ইবতাসিমের শহরের মাঠ অর্থাৎ নিয়াজ স্টেডিয়ামে সাময়িক ক্যাম্প বসে।  জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে সেখানে উপস্থিত হন তিনি। দুঃখের ব্যাপার হল, যাচাই-বাছাইয়ের পর নির্বাচকদের দৃষ্টিতে ডিসকোয়ালিফাইড ঘোষিত হন ইবতাসিম।

উইকেট নেয়ার পর ইবতাসিমের উদযাপন

সে আর যাই হোক, দুঃখ ভরাক্রান্ত মনে বাড়িতে চলে যান ইবতাসিম। ইচ্ছা পূরণ না হলেও স্বপ্ন কিন্তু একেবারেই ভেঙে যায়নি তার। তাই তো বাড়িতে পৌঁছেই বড় ভাই জোহিব শেখের থেকে পাঁচশত রুপি চেয়ে নেন। ডাক্তারি পেশায় নিযুক্ত বড় ভাই জোহিব জানতেন না কেন তার কাছ থেকে টাকা চাচ্ছেন ইবতাসিম। কারণ কখনো এমন করে বড় ভাইয়ের কাছ থেকে টাকা চায়নি আদরের ছোট ভাই।  সে কথা ভেবে ছোট ভাইকে টাকা দিয়ে দেন তিনি।

এরপরই ঘটল আসল ঘটনা। ইবতাসিম ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে সরাসরি বাজারে চলে যান এবং বড় দেখে দুটি ব্যানার বানান। যাতে লিখা ছিল, ‘আগামী বছর পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের সেরা ১০-এ আমার নাম থাকবে।’ এরপর সেই ব্যানারের একটি  টাঙ্গিয়ে দেন তার বাড়িতে এবং অন্যটি রাস্তার পাশে। 

ইবতাসিমের এমন কাণ্ডে সবাই হতবাক হলেও ঠিকই পরের বছর তার স্বপ্ন বাস্তবে রুপ নেয়। অদ্ভুত ব্যাপার হল, পরের বছর ঠিকই পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেন ইবতিসাম। মোটে ৪৮ উইকেট সংগ্রহ করেন তিনি। 

এ হলো ইবতাসিমের গল্প। যার প্রতিটি রন্ধে রন্ধে ছিল স্বপ্ন আর আত্মবিশ্বাস। এখন দেখার বিষয় কোথায় গিয়ে থামে তার আগ্রযাত্রা। দেশকে কতটুকু সার্ভিস দেন তিনি। তারপরও চাওয়া, বেড়ে উঠুক ইবতাসিমরা, আরো জনপ্রিয় হোক বিশ্বক্রিকেট।

প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগের চলতি আসরে এখন পর্যন্ত তিনটি উইকেটের দেখা পেয়েছেন ইবতাসিম। তথ্যসূত্র-ক্রিকট্যাকার

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ