ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকার বিপক্ষে ডাবল সিরিজ জয় ভারতের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৯:২০ পিএম
দ. আফ্রিকার বিপক্ষে ডাবল সিরিজ জয় ভারতের

বিরাটদের আগেই আফ্রিকান সাফারিতে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়ার প্রমিলাবাহিনী। শনিবার কেপ টাউনে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল ভারতীয় মেয়েরা। সেই সঙ্গে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও সিংহী শিকার ভারতীয় মহিলা ক্রিকেট দলের।

নিউল্যান্ডলসে এদিন প্রথম ব্যাটিং করে মাত্র চার উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে ভারত। সর্বোচ্চ ৬২ রান করেন মিতালি রাজ। ৫০ বলের ইনিংসে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মারেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়িকা। ৪৪ রানের ইনিংস খেলেন জেমিমা রডরিগুজ৷ম্যাচের শেষ দিকে অবিশ্বাস্য ক্যাচ নেন তিনি। এছাড়া ১৭ বলে ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কউর। তিনটি ম্যাচ উইনিং হাফ-সেঞ্চুরি করে ম্যাচ ও সিরিজের সেরা মিতালি।

রান তাড়া করতে নেমে ১৮ ওভারে ১১২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার মহিলাবাহিনী।বল হাতে দুরন্ত শিখা পান্ডে, রুমেলি ধররা৷৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৬ রান খরচ করে তিনটি উইকেট তুলে নেন পান্ডে। চার ওভারে ২৬ রান দিয়ে তিনটি দখল করেন ধর। এছাড়াও তিনটি উইকেট নিয়ে ভারতের সিরিজ জয়ে বড় ভূমিকা নেন রাজশ্বরী গায়কোয়াড।

২-১ ওয়ানডে সিরিজ জয়ের পর ৩-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ জিতে নেয় ভারতীয় মেয়েরা। এই প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পেল ভারত। তাও আবার ডাবল সিরিজ জয়ের আনন্দমিতালি-হরমনপ্রীতদের।

মিতালিদের বিজয় রথের মাঠেই প্রোটিয়া সফরের শেষ ম্যাচ খেলতে নামবে বিরাটবাহিনী। শেষ ম্যাচ জিততে পারলে মেয়েদের মতো বিরাটরাও দক্ষিণ আফ্রিকার মাটিতে ‘ডাবল’ সিরিজ জয়ের ঐতিহাসিক সাক্ষী থাকবে কোহলিরা।

গোনিউজ২৪/এএস


 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ