ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জিং স্কোর গড়েছে তামিমের পেশোয়ার


গো নিউজ২৪ | আব্দুস ছালাম প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৭:১১ পিএম
চ্যালেঞ্জিং স্কোর গড়েছে তামিমের পেশোয়ার

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। শুরু থেকেই বিধ্বংসী ওপেনার কামরান আকমল। তুলে নেন ফিফটি। ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৭৬ রান।

৩২ বলে ৫৩ রান করে সামিত প্যাটেলের বলে চ্যাডউইক ওয়ালটনের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথে হাটেন কামরান আকমল। তিনি তার ইনিংসটি সাজান ৭টি চার এবং ৩টি ছক্কার দ্বারা।আর তাতেই চলতি আসরে পেশেয়ার হয়ে প্রথম ফিফটি করেন আকমল।

আকমলের বিদায় বুঝতে দেননি তামিম-স্মিথ। ব্যক্তিগত ৩৯ রানের মাথায় ভয়ঙ্কর তামিমকে থামান আন্দ্রে রাসেল। পরে দলের হয়ে হাল ধরেন ডোয়াইন স্মিথ-হাফিজ। অবশ্য বেশি দূর যেতে পারেননি স্মিথ । ২১ বলে ৩০ রান করে কাটা পরেন তিনি।

ডোয়াইন স্মিথের বিদায়ের পর আসেন অধিনায়ক ড্যারেন সামি। নিজেকে প্রমাণ করতে পারেননি তিনি। ব্যক্তিগত ৯ রান করে ফাহিম আশরাফের বলে সরাসরি বোল্ড হয়ে সাজঘরের পথে পা বাড়ান তিনি।

এরপর দলকে বড় সংগ্রহের পথে কার্যকরি ভূমিকা রাখেন মোহাম্মদ হাফিজ। তার অপরাজিত ২২ বলে ৩০ রান। আর তাতে ইসলামাবাদ ইউনাইটেডকে লক্ষ্য দেয় ১৭৭ রানের।

ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে দুটি উইকেট নেন ফাহিম আশরাফ। এছাড়া ১টি করে উইকেট নেন সামিত প্যাটেল, আন্দ্রে রাসেল, মোহাম্মদ সামি ও রুমমান রইস।

পেশোয়ার একাদশ:

তামিম ইকবাল, কামরান আকমল, ড্যারেন সামি, ডোয়াইন স্মিথ,মোহাম্মদ হাফিজ,হারিস সোহেল, উমাইদ আসিফ, ক্রিস জর্ডান,ওয়াহাব রিয়াজ, ইবতিসাম শেইখ, মোহাম্মদ আজগর।

ইসলামাবাদ ইউনাইটেড:

লুক রঞ্চি, চ্যাডউইক ওয়ালটন, আসিফ আলী, ইফতিখার আহমেদ, হুসাইন তালাত,সামিত প্যাটেল, আন্দ্রে রাসেল, শাদাব খান, ফাহিম আশরাফ, রুমমান রইস,মোহাম্মদ সামি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ