ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এই দিনে প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ডটি গড়লেন সচিন


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ০৪:৩২ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০১৮, ১০:৩২ এএম
এই দিনে প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ডটি গড়লেন সচিন

আজকের এই দিনে অর্থাৎ ২৪ ফেব্রুয়ারি ক্রিকেটের বইয়ের পাতায় এক নতুন গল্প লিখেছিলেন ক্রিকেটঈশ্বর সচিন টেণ্ডুলকার। ওয়ানডে ম্যাচে একাই দুশো! এই গ্রহের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তির নজির গড়েছিলেন তিনি। এরপর ওয়ানডে ফর্ম্যাটে আরও চার ব্যাটসম্যান জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন। সেহওয়াগ, গেইল, গাপ্টিলের ঝুলিতে রয়েছে একটি করে দুশো হাঁকানোর নজির। আর ‘হিটম্যান’ রোহিতের ‘রানের লকারে’ রয়েছে তিনটি দ্বিশতরানের বিরল নজির। এই সবকটির মধ্যে স্পেশাল অবশ্যই প্রথমটা, যেটা এসেছিল সচিনের ব্যাট থেকে। আট বছর আগে সেই ইনিংসটা এসেছিল ২৪ ফেব্রুয়ারি, আজকের দিনেই। শিবাজি পার্কের ক্রিকেটঈশ্বরের হাত ধরেই এমন রেকর্ড। মারাঠা ক্রিকেটারের দাপটে এক অবাস্তবকে বাস্তবে পরিণত হতে দেখেছিল ক্রিকেট অনুরাগীরা।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইতিমধ্যেই ১-০ এগিয়ে ছিল ভারত। গোয়ালিওরে দ্বিতীয় ওয়ানডে’তে টান টান উত্তেজনা। ম্যাচ জিতলেই ঘরের মাঠে সিরেজ পকেটে। সেদিন ম্যাচ জিতেছিল,সিরিজও জিতেছিল। কিন্তু সচিন ক্রিকেট ইতিহাসের পাতায় লিখেছেন নিজের নাম। 

সেহওয়াগের সঙ্গে ওপেনিংয়ে নেমে ম্যাচের শেষ ওভারের শেষ বল পর্যন্ত ক্রিজে ছিলেন। ওই দিন, ক্রিজে ছিলেন ২২৬ মিনিট। মোকাবেলা করেছেন ১৪৭টা বল। এই ১৪৭ বলেই সেই বিস্ময়কর ইনিংস। সচিন নট আউট ২০০। সচিনই এই গ্রহের প্রথম ক্রিকেটার যার ব্যাটে ওয়ানডে ফরম্যাটে এসেছে প্রথম দ্বিশতরান। ইনিংসটি সাজানো ছিল ২৫টি বাউন্ডারি আর ৩টি ওভার বাউন্ডারির সাহায্যে।

এমন কীর্তিটি গড়েছেন ২০১০ সালে। এর তিন বছর আগেই সচিন একসময় ক্রিকেট থেকে স্বেচ্ছায় ‘বনবাসে’ যাবেন ভেবেছিলেন। আসল কারণটা ছিল ২০০৭ সালে একদিনের বিশ্বকাপে লজ্জার হার। বাংলাদেশের কাছে ম্যাচ হারই বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছিল ভারতকে। সেই হারের পরই সচিন সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন অবসরে চলে যাবেন।

এরপর ভিভের একটা ফোনই পাল্টে দেয় সবকিছু। ক্যারিবিয়ন কিংবদন্তি শুধু বলেছিলেন, ক্রিকেটকে এখনও সচিনের অনেক কিছুই দেওয়ার বাকি রয়েছে। ভাগ্যিস সেদিন সেই ফোনটা এসেছিল। নইলে ২০১০-এর ২৪ ফেব্রুয়ারি দিনটাই হয়ত আসত না, ক্রিকেট বিশ্ব পেত না ওয়ানডে ক্রিকেটে তাদের প্রথম দ্বিশতরানের মালিককে!

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ