ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে সোজা-সাপ্টা জবাব সৌরভের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ০৮:২৮ পিএম
টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে সোজা-সাপ্টা জবাব সৌরভের

টি-টোয়েন্টি ফরম্যাটের হয়ে ব্যাট ধরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। টি-টোয়েন্টিকেই ভবিষ্যতের ক্রিকেট বলে মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক। এই ফর্ম্যাট ছাড়া বাইশ গজের লড়াই বাঁচিয়ে রাখা সম্ভবন নয় বলেও মনে করেন তিনি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) কোয়েম্বাটোরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘ টি-টোয়েন্টি  ক্রিকেট অবশ্যই চাই। এই ফর্ম্যাট ছাড়া ক্রিকেট বাঁচিয়ে রাখা সম্ভব নয়।’ শনিবার কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারত। তিন ম্যাচের সিরিজে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। ফলে শেষ ম্যাগের লড়াই ঠিক করে দেবে সিরিজের ভাগ্য।

প্রাক্তন ভারত অধিনায়ক ভারতের দিকেই সিরিজের পাল্লা ভারি বলে মনে করেন। সৌরভ বলেন, ‘ আশাকরি ভারত এই ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরবে।’ জোহান্সবার্গে সিরিজের প্রথম ম্যাচ জিতে ভারত ১-০ এগিয়ে গেলেও বুধবার সেঞ্চুরিয়নে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় প্রোটিয়াবাহিনী।

টিম কোহলির দলে তরুণ মুখ প্রসঙ্গে সৌরভ বলেন, ‘ভারতীয় দলে তরুণ সবসময়ই থাকে। মনীশ পান্ডে ও হার্দিক পান্ডিয়া। বীরেন্দ্র শেবাগ ও হরভজন সিং হওয়ার জন্য এদের সময় দিতে হবে। এই দুই ক্রিকেটারও সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর উন্নতি করেছিল।’

তবে তরুণদের পাশাপাশি পারফর্ম করে চলেছেন অভিজ্ঞ ধোনিও। ওয়ানডে সিরিজের পর টি-২০ ম্যাচেও দারুণ ফর্ম ধরে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিরাটের দলে ধোনির ভূমিকা প্রসঙ্গে সৌরভ বলেন, ‘ ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ধোনির দারুণ প্লেয়ার। এখনও ধোনিকে বাদ দিয়ে ভাবা যায় না। কারণ ওর অবদান ভুললে চলবে না।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ