ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তাসকিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০১৮, ১২:০৪ পিএম
তাসকিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

তারকা খ্যাতি নিয়েই বাংলোদেশ জাতীয় দলে এসেছিলেন তাসকিন আহমেদ। অভিষেকেই আলো ছড়িয়েছেন। কিন্তু সময়ের পরিক্রমায় হারিয়ে যেতে লাগলেন গতি দানব তাসকিন। ২০১৭ সালের শেষের দিকে বিভীষিকাময় দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে হঠাৎ বিয়ের পিঁড়িতে তাসকিন আহমেদ। 

তখনই সেই বিয়ে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে।কি এমন হয়েছে যে সকালে দেশে ফিরে বিকেলে তাসকিনকে বিয়ে করতে হবে। সেই গুজব আলোচনা-সমালোচনা সেখানেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সম্প্রতি জাতীয় দলে ব্রত তাসকিনের বিরুদ্ধে স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমাকে মারধোরের অভিযোগ উঠেছে।

ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে মারধোরের বিষয়টি আগে ততোটা প্রবল না হলেও ইদানীং মাঝে মাঝেই ঘটছে এমন ঘটনা। চাপের বিয়ের যে গুঞ্জন রয়েছে তারই প্রতিফলনকি এখন দেখা যাচ্ছে? অপ্রত্যাশিতভাবে হওয়া সেই বিয়েই কি বর্তমান সম্পর্কের দেয়ালে চির ধরাচ্ছে?

তবে এ ব্যাপারে তাসকিনের পরিবার থেকে জানতে চেয়ে কোন উত্তর পাওয়া যায়নি। 
 
যদিও এর আগে ক্রিকটারদের বিরুদ্ধে এ রকম ঘটনার নজির আরও রয়েছে। দুই বছর আগে কথিত স্ত্রীর করা মামলায় আরাফাত সানিকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সাজা ভোগ করতে হয়েছে আরেক পেসার শাহাদাত হোসেন রাজীবকে।রুবেল-হ্যাপির কাহিনী তো দেশ জুড়ে আলোচিত। সর্বশেষ দর্শক পেটানোর দায়ে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির রহমান রুম্মান। 

জাতীয় ক্রিকেটারদের এমন আচরণ সত্যিই প্রশ্নবিদ্ধ। রাতারাতি তারকা খ্যাতিই কি তাদের বেপরোয়া করে দিচ্ছে?

গোনিউজ/টিআই 

সংবাদপত্রের পাতা থেকে বিভাগের আরো খবর
ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

ব্যাংকে জমানো আমানত কমে যাচ্ছে

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

কারা হবে বিরোধী দল, লাঙ্গল না স্বতন্ত্র?

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

বিভিন্ন ছাড়ে ব্যাংক খাতের আসল চিত্র আড়ালের সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

পাসপোর্ট এনআইডিসহ ১৯ কাজের অতি প্রয়োজনীয় জন্মসনদ এখন ‘সোনার হরিণ’

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

সবচেয়ে খারাপ অবস্থায় যে ব্যাংক

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে

প্রশাসনের শীর্ষ পদে পদোন্নতিপ্রত্যাশীদের হতাশা বাড়ছে