ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসি নন, চেলসির বিরুদ্ধে গোল করলেন স্ত্রী!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ০৫:০৩ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ১১:১৫ এএম
মেসি নন, চেলসির বিরুদ্ধে গোল করলেন স্ত্রী!

খেলাধূলোর জগতে সংস্কারাচ্ছন্নতার নজির নতুন নয়। সাফল্যের তাগিদে অথবা ব্যর্থতা কাটিয়ে ওঠার আশায়, কিংবা ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে ক্রীড়াবিদরা প্রায়শই টুকিটাকি পরিবর্তন আনেন নিজেদের মধ্যে, কিংবা বিশেষ কোনও আচরণ করে থাকে।

চেলসির বিরুদ্ধে লিওনেল মেসির গোল খরার কথা এতদিনে সবার জানা। অবশেষে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে পেরেছন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের প্রি-কোয়ার্টারে মেসির গোলেই ম্যাচ ড্র করেছে বার্সেলোনা। দীর্ঘ ৭৩১ মিনিট পর দ্য ব্লুজ-দের বিরুদ্ধে মেসির গোল পাওর পিছনে রটে গিয়েছে এমনই এক সংস্কার বা তুলকালামের গল্প৷ অন্যভাবে বললে বলা যায় যে, মেসির এই গোলের পিছনে অবদান রয়েছে তার পরিবার ও দেশের।

প্রতিদ্বন্দ্বী প্রায় সব দলের বিরুদ্ধেই আধিপত্য দেখিয়েছেন মেসি৷ একমাত্র চেলসিই তাকে আটকে রাখে দীর্ঘ ন’টি ম্যাচ। তাই কোন্তের দলের বিরুদ্ধে গোল পেতে এতটাই মরিয়া ছিলেন আর্জেন্টাইন তারকা, যে পরিবারকে সঙ্গে নিয়েই মাঠে নামা মনস্থির করেন। মাঠের লড়াইয়ে নিজের মধ্যে বাড়তি উদ্যম আমদানি করতেই এমন সিদ্ধান্ত নেন তিনি। তবে মেসির সঙ্গে সশরীরে স্ট্যামফোর্ড ব্রিজে হাজির হননি তার পরিবারের সদস্যরা। বরং তাদের নামাঙ্কিত কিটস পরেই খেলতে নেমেছিলেন মেসি।

বুটে স্ত্রী ও ছেলের নাম

লিও বিশেষ ডিজাইনের বুট পরে খেলতে নামেন চেলসির বিরুদ্ধে৷ তার বাঁ-পায়ের বুটে স্ত্রী অ্যান্তোনেলার নাম লেখা ছিল৷ ডান পায়ে ছেলে থিয়াগোর নাম ও জন্ম তারিখ৷ সেই সঙ্গে আর্জেন্টিনার পতাকাও আঁকা ছিল বুটে৷ জানা গিয়েছে যে, কণিষ্ঠ সন্তান মাতেওয়ের নামও লেখা ছিল মেসির কিটসে৷

উদ্দেশ্য যাই হোক না কেন, পরিবারের শুভেচ্ছা সঙ্গে নিজে শেষমেশ বাজিমাৎ করেন এলএম টেন। স্ত্রী-পুত্রের নামাঙ্কিত বুটেই আসে কাঙ্খিত গোল। বরং বলা ভাল স্ত্রী অ্যান্তোনেলাই সাফল্য এনে দেন মেসিকে। মেসি ৭৫ মিনিটে গোল করেন বাঁ-পায়ের শটে। তাই মেসি নন, চেলসি ম্যাচে অ্যান্তোনেলাই গোল করলেন বলা যায়।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ