ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
চ্যাম্পিয়ন্স লিগ

মেসিতে রক্ষা পেল বার্সেলোনা


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৮, ০৪:০২ এএম
মেসিতে রক্ষা পেল বার্সেলোনা

ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে  এবার গোল পেলেন মেসি। আজ রাতে (মঙ্গলবার) মাচের ৭৫তম মিনিটে মেসির গোলই  ইংলিশ ক্লাবটির মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ১-১ ড্র হয়েছে। গোলশূন্য প্রথমার্ধের পর উইলিয়ানের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি।

ইউরোপ সেরার মঞ্চে চেলসির বিপক্ষে এই নিয়ে টানা অষ্টম ম্যাচ জয়শূন্য রইলো স্প্যানিশ ক্লাবটি। এর মধ্যে ষষ্ঠবার ড্র করলো তারা, পরাজয় দুটিতে। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথম সুযোগটি পায় বার্সেলোনা। পঞ্চদশ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির উঁচু করে বাড়ানো বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন পাওলিনিয়ো। আট মিনিট পর আর্জেন্টাইন তারকা নিজেই ডি-বক্সে বল পেয়েছিলেন; কিন্তু শট নিবেন কি-না, সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলেন।

৩৩তম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে উইলিয়ানের শট পোস্টে লাগলে বেঁচে যায় অতিথিরা। এর আগে এডেন হ্যাজার্ড একবার দূরপাল্লার শটে বার্সেলোনা শিবিরে ভীতি ছড়ান। ৪১তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ানের আরেকটি বিদ্যূৎ গতির শট পোস্টে বাধা পায়। দুই মিনিট পর হ্যাজার্ডের জোরালো ভলি ক্রসবারের একটু উপর দিয়ে উড়ে যায়।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে এক জনের বাধা এড়িয়ে গোলমুখে বল বাড়ান লুইস সুয়ারেস। কিন্তু তার সতীর্থদের কেউই ওখানে ছিলেন না। প্রথমার্ধে দুবার ভাগ্যের ফেরে গোলবঞ্চিত হওয়া উইলিয়ান ৬২তম মিনিটে সাফল্যের দেখা পান। হ্যাজার্ডের পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু বাঁকানো শটে পোস্ট ঘেঁষে বল জালে জড়ান এই উইঙ্গার।

৭৫তম মিনিটে এসে অবশেষে গোলের দেখা পায় বার্সেলোনা। গোল খরা কাটান মেসি। ডি-বক্সের মধ্যে বাঁ-দিক থেকে আন্দ্রেস ইনিয়েস্তার পাস ফাঁকায় পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের বর্ষসেরা ফরোয়ার্ড। পাঁচ ম্যাচ পর গোল পেলেন তিনি। চেলসির বিপক্ষে নবম দেখায় প্রথম গোল পেলেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে এটা তার চতুর্থ ও সব মিলিয়ে ৯৮তম গোল।

গোনিউজ২৪/এমএফ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ